জমা রাখা পাসওয়ার্ড চুরি হয়েছে, স্বীকার করল পাসওয়ার্ড ম্যানেজার লাস্টপাস
***********************************************************************
ব্যবহারকারীদের জমা রাখা সব পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য হ্যাকাররা চুরি করেছে বলে স্বীকার করেছে জনপ্রিয় পাসওয়ার্ড ম্যানেজার ‘লাস্টপাস’। গত আগস্টে সাইবার হামলার কবলে পড়লেও ব্যবহারকারীদের জমা রাখা পাসওয়ার্ডগুলো নিরাপদ রয়েছে বলে জানিয়েছিল লাস্টপাস কর্তৃপক্ষ।
লাস্টপাস কর্তৃপক্ষের দাবি, সাইবার হামলা চালিয়ে পাসওয়ার্ডের পাশাপাশি ব্যবহারকারীদের ই-মেইল, মুঠোফোন নম্বর ও আইপি ঠিকানা সংগ্রহ করেছে হ্যাকাররা। চুরি যাওয়া পাসওয়ার্ডগুলো এনক্রিপশন করা থাকায় সেগুলো ব্যবহার করা যাবে না। ফলে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট নিরাপদ থাকবে।
উল্লেখ্য, বিভিন্ন ওয়েবসাইট কিংবা অ্যাপে দ্রুত প্রবেশের সুযোগ করে দিতে ব্যবহারকারীদের পাসওয়ার্ড সংরক্ষণের সুযোগ দিয়ে থাকে লাস্টপাস। ফলে কম্পিউটার বা মুঠোফোনে সফটওয়্যারটি নামানো থাকলে বারবার পাসওয়ার্ড লেখার ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। আর তাই বিশ্বজুড়ে তিন কোটির বেশি ব্যবহারকারী রয়েছে সফটওয়্যারটির।
Source: প্রথম আলো
ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে
***********************************************************************
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক ব্যক্তিকে বন্ধুতালিকায় স্থান দিতে হয়। এই ব্যক্তিদের বিভিন্ন পোস্ট অনেক সময় বিব্রতকর হয়ে থাকে। কিন্তু সম্পর্ক নষ্টের ভয়ে চাইলেই তাঁদের বন্ধুতালিকা থেকে বাদ দেওয়া যায় না। ফেসবুকে চাইলেই নির্দিষ্ট ব্যক্তির অ্যাকাউন্ট থেকে পাঠানো পোস্টগুলো মিউট করা যায়।
ফেসবুকে সাধারণত স্নুজ এবং আনফলো অপশন কাজে লাগিয়ে বন্ধুতালিকায় থাকা আইডি মিউট করা যায়। এ সুবিধার সবচেয়ে ভালো দিক হচ্ছে, আইডি মিউট করলেও ব্যবহারকারী বিষয়টি জানতে পারেন না, ফলে সম্পর্ক নষ্টেরও ভয় নেই।
ফেসবুকে নির্দিষ্ট ব্যক্তির পোস্ট দেখতে না চাইলে ফেসবুকের নিউজ ফিড থেকে যে আইডি মিউট করতে হবে, সেই আইডির যেকোনো পোস্টের ডান দিকে থাকা তিনটি ডট মেন্যুতে ক্লিক করতে হবে। বেশ কয়েকটি অপশন দেখা যাবে। স্নোজ ফর থার্টি ডেইজ অপশন নির্বাচন করলে মিউট করা আইডি থেকে ৩০ দিন কোনো পোস্ট দেখা যাবে না। ৩০ দিন পর স্বয়ংক্রিয়ভাবে আনমিউট হয়ে যাবে আইডিটি।
আনফলো করলে পুনরায় চালু না করা পর্যন্ত সেই আইডির কোনো পোস্ট দেখা যাবে না। আর তাই আনফলো প্রত্যাহারের জন্য সেই আইডির প্রোফাইলে প্রবেশ করে ফ্রেন্ড বাটনে ক্লিক করে আনফলো অপশনে ক্লিক করতে হবে।
Source: প্রথম আলো
ইউটিউবে ভিডিওর ভিউ বাড়াবেন যেভাবে
***********************************************************************
শখের বশে বা অনলাইনে আয়ের জন্য অনেকই চ্যানেল খোলেন ইউটিউবে। নিয়মিত ভিডিও তৈরি করে নিজের চ্যানেলে আপলোড করলেও বেশির ভাগ সময়ই ভিডিওগুলোর দর্শকসংখ্যা খুব কম হয়ে থাকে। ইউটিউব সার্চের প্রথম দিকে স্থান না পাওয়ার কারণেই মূলত অন্যরা ভিডিওটি সম্পর্কে জানতে পারেন না। ফলে কমসংখ্যক ব্যক্তি ভিডিওটি দেখেন। তবে চাইলেই বেশ কিছু কৌশল অবলম্বন করে ইউটিউবে ভিডিওর ভিউ বাড়ানো যায়। ইউটিউবের ভিউ বাড়ানোর প্রাথমিক কৌশলগুলো জেনে নেওয়া যাক—
কিওয়ার্ড
গুগলের মতো ইউটিউবে ভিডিও র৵াঙ্ক করানোর জন্য কিওয়ার্ড (তথ্য খোঁজার সবচেয়ে প্রাসঙ্গিক শব্দ) খুবই গুরুত্বপূর্ণ। কারণ, কিওয়ার্ড লিখেই বেশির ভাগ ব্যক্তি ইউটিউবে নিজের পছন্দের ভিডিও খোঁজ করেন। আর তাই আপনি যে বিষয়েই ভিডিও তৈরি করুন না কেন, প্রাসঙ্গিক উল্লেখযোগ্য শব্দ কিওয়ার্ড হিসেবে দিতে হবে। শুধু তা–ই নয়, কিওয়ার্ডটি অবশ্যই ভিডিওর শিরোনাম বা টাইটেলের মধ্যে রাখতে হবে। এর ফলে ইউটিউবের অ্যালগরিদম সহজেই আপনার ভিডিওর বিষয় বুঝে সার্চ ফলাফলে দেখাবে।
শিরোনাম
সার্চ তালিকার শুরুতে ভিডিও র৵াঙ্ক করানোর জন্য ভিডিওর শিরোনাম খুবই গুরুত্বপূর্ণ। আর তাই শিরোনামে ১০০ অক্ষরের মধে৵ অবশ্যই আকর্ষণীয় ও গুরুত্বপূর্ণ তথ্য লিখতে হবে। এর ফলে দর্শকেরা ভিডিওটি দেখতে আগ্রহী হবেন। শিরোনামে কখনোই ভুল বা অতিরঞ্জিত কোনো শব্দ লেখা যাবে না।
ট্যাগ
ভিডিও র৵াঙ্ক করানোর জন্য অবশ্যই ট্যাগ অপশন ব্যবহার করতে হবেন। ভিডিওটি কোন বিষয়ের ওপর তৈরি করা হয়েছে, সে বিষয়গুলোর ট্যাগ ব্যবহার করতে হবে। অনেকেই অপ্রাসঙ্গিক বিভিন্ন ট্যাব ভিডিওতে যুক্ত করেন। এতে ইউটিউবের সার্চ ইঞ্জিন ভিডিওর বিষয় বুঝতে না পারায় সুনির্দিষ্ট বিভাগে প্রদর্শন নাও করতে পারে।
বর্ণনা
ভিডিওর বর্ণনা ১০০ শব্দের মধ্যে বেশ আকর্ষণীয়ভাবে লিখতে হবে। বর্ণনার প্রথম ২৫ শব্দের মধ্যেই কিওয়ার্ডের শব্দগুলো উল্লেখ করার পাশাপাশি ভিডিওর বিষয় ভালোভাবে উপস্থাপন করতে হবে।
থাম্বনেইল
থাম্বনেইলেও ভিডিও সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য লিখতে হবে। অল্প কথায় যত বেশি আকর্ষণীয় শব্দে লিখবেন, তত বেশি দর্শক ভিডিওটি দেখতে আগ্রহী হবেন। তবে মিথ্যা বা অতিরঞ্জিত তথ্যযুক্ত থাম্বনেইন দিলে দর্শকেরা বিরক্ত হয়ে আপনার চ্যানেলের অন্য ভিডিও দেখতে আগ্রহী হবেন না।
ক্যাপশন যুক্ত করা
আপনি যে ভাষাতেই ভিডিও তৈরি করেন না কেন, ভিডিওতে ক্যাপশন যুক্ত করা থাকলে সেগুলো অন্য ভাষাভাষী বা শ্রবণপ্রতিবন্ধীরাও স্বচ্ছন্দে দেখতে পারবে। ফলে ভিডিওর দর্শক বৃদ্ধি পাবে। শুধু তা–ই নয়, গুগলের সার্চ ইঞ্জিন আরও বেশি দর্শকের সামনে আপনার ভিডিও দেখার জন্য তুলে ধরবে।
Source: প্রথম আলো
ফোন নম্বর সংরক্ষণ না করে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠাবেন যেভাবে
***********************************************************************
স্মার্টফোনে থাকা ফোন নম্বরের মাধ্যমে সহজেই পরিচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো যায়। এ জন্য নতুন পরিচিত বা অপরিচিত ব্যক্তিদের হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানোর আগে তাঁদের ফোন নম্বর নিজেদের ফোনে সংরক্ষণ করতে হয়। নিয়মিত বার্তা লেনদেনের প্রয়োজন না হলে অনেকেই অপরিচিত ব্যক্তিদের ফোন নম্বর সংরক্ষণ করতে চান না। তবে ফোন নম্বর সংরক্ষণ না করেও নির্দিষ্ট ব্যক্তিকে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠানো যায়।
ফোনে নম্বর না থাকলে সরাসরি কোনো ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো যায় না। এ জন্য ব্যবহার করতে হবে হোয়াটসঅ্যাপের মেসেজ ইউরসেলফ সুবিধা। ব্যবহারকারীদের নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে নিজেকেই বার্তা পাঠানোর সুযোগ দিতে সম্প্রতি এ সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ।
ফোন নম্বর সংরক্ষণ না করে নির্দিষ্ট ব্যক্তিকে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানোর জন্য প্রথমে সেই ব্যক্তির ফোন নম্বর মেসেজ ইউরসেলফ সুবিধার মাধ্যমে নিজের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে পাঠাতে হবে। এরপর মেসেজ ইউরসেলফের চ্যাট বক্স খুলে নম্বরটিতে ক্লিক করে চ্যাট উইথ অপশনে ট্যাপ করতে হবে। নতুন একটি চ্যাট বক্স দেখা যাবে। এখানে প্রয়োজনীয় তথ্য লিখে সেন্ড অপশনে ক্লিক করলেই সেই ব্যক্তির কাছে হোয়াটসঅ্যাপ বার্তা চলে যাবে।
Source: প্রথম আলো
টুইটের ভিউ সংখ্যাও জানা যাবে টুইটারে
***********************************************************************
টুইটারে নিয়মিত টুইট (টুইটারে দেওয়া বার্তা) পোস্ট করেন অনেকেই। কিন্তু নিজেদের পোস্ট করা টুইট কতজন দেখেছেন, তা জানা না যাওয়ায় অন্য ব্যবহারকারীদের আগ্রহ সম্পর্কে ধারণা পাওয়া যায় না। সমস্যা সমাধানে টুইটের ভিউ সংখ্যা জানাবে টুইটার। এ জন্য ভিউ কাউন্ট সুবিধাও চালু করেছে খুদে ব্লগ লেখার সাইটটি।
প্রাথমিকভাবে অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমে চলা ফোনে এ সুবিধা পাওয়া যাবে। এ জন্য টুইটার অ্যাপে ভিউ কাউন্ট আইকনও যুক্ত করেছে টুইটার। এই আইকনেই টুইট বার্তার ভিউ সংখ্যা দেখা যাবে। তবে পুরোনো, কমিউনিটি ও টুইটার সার্কেলের আওতায় পোস্ট করা টুইটের ভিউ সংখ্যা দেখাবে না টুইটার।
টুইটারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক জানিয়েছেন, টুইটার ভিউ কাউন্ট চালু করেছে। ফলে একটি টুইট কতবার দেখা হয়েছে, তা সহজেই জানা যাবে। ৯০ শতাংশের বেশি টুইটার ব্যবহারকারী নিজে টুইট করেন না। অন্যের টুইট পড়লেও লাইক বা রিপ্লাই দেন না। এ সুবিধা চালুর ফলে টুইটার আরও আকর্ষণীয় হয়ে উঠবে।
Source: প্রথম আলো
নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন
***********************************************************************
চিত্রনাট্য নির্বাচনে ভীষণ খুঁতখুঁতে বলিউড তারকা কাজল। কিছুদিন আগে মুক্তিপ্রাপ্ত ‘সালাম ভেঙ্কি’ সিনেমাও তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এ সিনেমার চিত্রনাট্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না কাজলের, পছন্দই হয়েছিল। কিন্তু বিরল রোগে আক্রান্ত মৃত্যুপথযাত্রী এক ছেলের মায়ের চরিত্রে অভিনয় করতে চাননি তিনি।
শেষ পর্যন্ত নির্মাতা রেবতি তাঁকে রাজি করিয়েছিলেন। শুধু এটি নয়, শেষ কয়েকটি ছবিতে মায়ের চরিত্রে দেখা গেছে কাজলকে। জেনেবুঝেই কি তিনি এ ধরনের চরিত্র বেছে নিয়েছেন? এমন প্রশ্নের জবাবে কাজল বলেন, ‘আমি একটু বুঝেশুনে ছবি নির্বাচন করি। আর সব সময় ভালো চিত্রনাট্যের সন্ধানে থাকি। কিন্তু সেটা কপালে খুব কমই জোটে। এখন আমি কৌতুকধর্মী ছবির জন্য মুখিয়ে আছি। মানুষ হিসেবে আমি ভীষণই মজার। তাই কমেডি ছবিতে আমি ভালোই অভিনয় করব। চেষ্টায় আছি আমার আগামী ছবি যেন কমেডি হয়। কিন্তু আমার ভাগ্যে কমেডি ছবি জোটেই না।’
রোহিত শেঠি আর অজয় দেবগনের ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি দারুণভাবে হিট। তাই কাজলকে কি রোহিতের আগামী ছবিতে দেখা যাবে? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাকে কেন “গোলমাল” সিরিজে নেয় না, তা ওরাই বলতে পারবে। প্লিজ, রোহিত আর অজয়কে এ ব্যাপারে জিজ্ঞেস করুন (সশব্দ হেসে)।’
‘সালাম ভেঙ্কি’ ছবিতে কাজলকে সুজাতা নামের এক নারীর চরিত্রে দেখা গেছে। পর্দার চরিত্রের সঙ্গে ব্যক্তিগত জীবনে তিনি নিজের কতটা মিল খুঁজে পেয়েছেন? কাজল বলেন, ‘আমার সঙ্গে সুজাতার অনেকটাই মিল আছে। তবে সুজাতা যে দ্বন্দ্বের মধ্য দিয়ে গেছেন, তা আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। সুজাতার মতো আমিও এক মা। সন্তানকে ঘিরে আমাদের অনুভূতি একই। নাইসা (কাজলের মেয়ে) আমার কোলে আসার পর আমার অবস্থা প্রায় পাগলের মতো হয়ে গিয়েছিল। তাকে নিয়েই আমার গোটা পৃথিবী ছিল। আমি নাইসাকে বুকের মধ্যে আগলে রাখতাম।’
চরিত্রটি করতে গিয়ে জীবনের প্রতিটা মুহূর্তে বেঁচে থাকার পাঠ পেয়েছেন কাজল। তিনি বলেন, ‘সুজাতা শিখিয়েছে, একজন মায়ের ভয় তার সন্তানকে কোনোভাবে যেন প্রভাবিত না করে। মায়ের ভয়ের কারণে সন্তানের আশা, আকাঙ্ক্ষা, স্বপ্ন ভেঙে চুরমার যেন না হয়।’
নাইসা জন্মানোর পর দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে ছিলেন কাজল। এরপর ছেলে যুগের জন্ম হয়। এই বলিউড নায়িকা বলেন, ‘নাইসা আর যুগ আমার জীবনে আসার পর আমি পুরোপুরি তাদের দিকে নজর দিতে চেয়েছিলাম। তাই তখনকার মতো নিজের ক্যারিয়ারকে জলাঞ্জলি দিয়েছিলাম। আমার ওপর অজয় বা পরিবারের কোনো চাপ ছিল না। তবে আমার শাশুড়িমা আমাকে আবার কাজে ফেরার কথা প্রথম বলেছিলেন। আমি সব সময় সব ব্যাপারে পরিবারের সাপোর্ট পেয়েছি।’
দুই সন্তান নাইসা আর যুগের সঙ্গে সম্পর্কের রসায়ন প্রসঙ্গে কাজল বলেন, ‘আমি তাদের কখনো মা, কখনো বন্ধু হয়ে উঠি। সন্তানের যতই বন্ধু হয়ে উঠি না কেন, মা হওয়া খুব জরুরি।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তারকা, এমনকি তাঁদের সন্তানদের ট্রল করা যেন জলভাত হয়ে দাঁড়িয়েছে এখন। নাইসা হামেশাই ট্রলের শিকার হন। ট্রলের কথা উঠতেই কাজল বলেন, ‘ট্রলিং আমাকে নিশ্চয় প্রভাবিত করে। তবে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার চেষ্টা করি। নিজের সঙ্গে সময় কাটাতে ভালোবাসি। সন্তানদের সঙ্গে হাসি, মজা করে সময় কাটাই। এ ছাড়া আমার সঙ্গী আমার বই। নিজেকে নানাভাবে ব্যস্ত রাখি।’
Source: প্রথম আলো
মেকআপ রুম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার: কে এই তুনিশা শর্মা
***********************************************************************
দিন পাঁচেক আগেও তুনিশা শর্মা ইনস্টাগ্রামে লিখেছিলেন, ‘জীবনের প্রতিটা মুহূর্তে খুশি থাকুন।’ সদা প্রাণচাঞ্চলে ভরপুর কুড়ি বছরের সেই মেয়ের মনেই যে ছাইচাপা আগুনের মতো বিষণ্নতা লুকিয়ে ছিল, তা কে জানত।
গতকাল শনিবার মুম্বাইয়ে একটি সিরিয়ালের শুটিংয়ের সেটের সাজঘর থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর পর তুনিশার কয়েকটি হাস্যোজ্জ্বল ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যেমে। তাঁর মৃত্যু কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্য থেকে সহশিল্পীরা।
মাত্র ১৪ বছর বয়সে ‘ভারত কা বীর পুত্র: মহারাণা প্রতাপ’ সিরিয়াল শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করেন তুনিশা। পরে ‘চক্রবর্তী অশোক সম্রাট’, ‘গাব্বার পুঞ্চওয়ালা’, ‘শের-ই-পাঞ্জাব: মহারাজা রঞ্জিত সিংহ’, ‘ইন্টারনেট ওয়ালা লাভ’-এর মতো টিভি ধারাবাহিকে অভিনয় করে বেশ পরিচিতি পেয়েছেন তিনি।
২০১৬ সালে ‘ফিতুর’ সিনেমায় ক্যাটরিনা কাইফের কিশোরীবেলার চরিত্রে অভিনয় করে বলিউডে অভিষেক ঘটে তুনিশার; পরে ‘দাবাং ৩’, ‘বার বার দেখো’ সহ বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে তুনিশাকে। তবে সিনেমার চেয়ে সিরিয়ালেই তিনি বেশি জনপ্রিয়। এই সময়ে প্রচারের থাকা ‘আলি বাবা দুস্তানে কবুল’ সিরিয়ালে শেহজাদি মরিয়মের চরিত্রে দেখা যায় তুনিশাকে।
এর আগে নিজের বিষণ্নতা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন তুনিশা। তিনি বলেন, ‘আমি খুব অল্প বয়স থেকে কাজ করছি। অল্প বয়সে বাবাকে হারিয়েছি। পরে আমার এক কাজিন ও দাদিকেও হারিয়েছি। আমি নিজের যত্ন নিতে ভুলে গেছি। সব সময় আমাকে একটা ভয় তাড়া করে বেড়ায়। আমার জীবনের রুটিন ভেঙে পড়ছিল, আমি চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, আমি বিষণ্নতায় ভুগছি।’
২০০২ সালে চন্ডিগড়ে জন্ম নেওয়া তুনিশাকে পরিবারের সদস্যরা ‘তুনো’ বলে ডাকডেন, অভিনয়ের পাশাপাশি নাচেও পারদর্শী ছিলেন তুনিশা। বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে দেখা গেছে তাঁকে। তিনি ক্রিকেট খেলা দেখতে ভালোবাসতেন, ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ভক্ত ছিলেন।
তুনিশাকে আত্মহত্যার প্ররোচনায় অভিযোগ তুলে করা মামলায় তাঁর সহ-অভিনেতা শেজান মোহাম্মদ খানকে আজ গ্রেপ্তার করেছে পুলিশ। শেজানের সঙ্গে তুনিশার প্রেমের সম্পর্ক ছিল বলে বিভিন্ন ভারতীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।
Source: প্রথম আলো