Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Avanceret søgning
  • Log på
  • Tilmeld

  • Nattilstand
  • © 2025 Linkeei
    Om • Vejviser • Kontakt os • Udviklere • Fortrolighedspolitik • Vilkår for brug • Tilbagebetale • Linkeei App install

    Vælg Sprog

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Holde øje

Holde øje Hjul Film

Begivenheder

Gennemse begivenheder Mine begivenheder

Blog

Gennemse artikler

Marked

Seneste produkter

sider

Mine sider Synes godt om sider

Mere

Forum Udforske Populære opslag Spil Jobs Tilbud
Hjul Holde øje Begivenheder Marked Blog Mine sider Se alt

Opdage indlæg

Posts

Brugere

sider

Gruppe

Blog

Marked

Begivenheder

Spil

Forum

Film

Jobs

techzoombd
techzoombd
3 år

বিসিএস প্রস্তুতি জন্য অ্যাপ ও ওয়েবসাইট

স্বপ্ন যখন বিসিএস তখন অনেক পরিমাণে বই পড়তে হয় । তাই বাইরে থাকলে আমরা বই সঙ্গে নিয়ে যেতে পারি না । তখন আমাদের মোবাইল দিয়ে অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহার করতে হয় । বিস্তারিত https://techzoombd.com/%e0%a6%....ac%e0%a6%bf%e0%a6%b8

image
Synes godt om
Kommentar
Del
Oahiduzzaman Rifat
Oahiduzzaman Rifat    ændrede sit profilbillede
3 år

image
Synes godt om
Kommentar
Del
Oahiduzzaman Rifat
Oahiduzzaman Rifat    ændrede sit profilbillede
3 år

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

দুটি নতুন ম্যাক মিনি আনল অ্যাপল
***********************************************************************
এম ২ এবং এম ২ প্রো চিপযুক্ত নতুন ম্যাকবুক মিনি কম্পিউটার এনেছে অ্যাপল। এম ২ চিপের ম্যাকবুক মিনিটি আগের থেকে আরও শক্তিশালী, উন্নত ফিচারের এবং সাশ্রয়ী। এই চিপযুক্ত অ্যাপল ম্যাকবুক মিনি পাওয়া যাবে ৫৯৯ ডলারে। এ ছাড়া নতুন এম ২ প্রো চিপ এবার প্রথমবারের মতো ম্যাকবুক মিনিতে যুক্ত করা হয়েছে। এই চিপের কারণে কম্পিউটারটি অনেক ভালো কাজ করবে। ব্যবহারকারীরা সহজেই গ্রাফিকস, অ্যানিমেশন বা ভিডিও সম্পাদনার মতো ভারী কাজ করতে পারবেন। এ ধরনের কম্প্যাক্ট ডিজাইনে এ ধরনের পারফরম্যান্স আগে অকল্পনীয় ছিল। এম ২ মডেলের দুটি মনিটর এবং এম ২ প্রো মডেলের তিনটি মনিটর যুক্ত করা যাবে।
স্টুডিও ডিসপ্লে, উন্নত যন্ত্রাংশের সঙ্গে ম্যাকওএস অপারেটিং সিস্টেমে ম্যাক মিনি ডেস্কটপ কম্পিউটার ব্যবহারের মতোই অভিজ্ঞতা দেবে। ফলে ব্যবহারকারীর উৎপাদনশীলতা বাড়বে। ছিমছাম নকশার ম্যাক মিনি সহজেই বহনযোগ্য। আগের তুলনায় ম্যাকবুক মিনির এই নতুন দুই সংস্করণে উন্নত প্রসেসর (সিপিইউ) ও গ্রাফিকস প্রসেসর (জিপিইউ) ব্যবহৃত হয়েছে। অনেক বেশি মেমোরি ব্যান্ডউইডথ এবং শক্তিশালী মিডিয়া ফিচার আছে এই দুই কম্পিউটারে। আরও টেকসই করার জন্য দুটি যন্ত্রেই আধুনিক থার্মাল সিস্টেম ব্যবহার করেছে অ্যাপল।

ম্যাকবুক মিনি এম-২তে রয়েছে আট কোরের সিপিইউ এবং ১০ কোরের জিপিইউ। ৫৯৯ ডলার দাম হওয়ায় এটি বেশ সাশ্রয়ী। এতে রয়েছে ২৪ গিগাবাইট পর্যন্ত ইউনিফায়েড মেমোরি এবং প্রতি সেকেন্ডে ১০০ জিবির মেমোরি ব্যান্ডউইডথ। ফলে ছবি সম্পাদনার সফটওয়্যার ব্যবহার আরও মসৃণ হবে। একই সঙ্গে ৩০ এফএস, ৮কে প্রো রেজল্যুশনের দুটি ভিডিও চালানো যাবে। ফলে ভিডিও সম্পাদনার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

ম্যাকবুক মিনি এম ২ প্রোতে রয়েছে ১২ কোরের প্রসেসর এবং ১৯ কোরের জিপিইউ। এতে রয়েছে প্রতি সেকেন্ডে ২০০ জিবির মেমোরি ব্যান্ডউইটথ। এ ছাড়া এতে ৩২ জিবি পর্যন্ত মেমোরি সমর্থন করবে। একসঙ্গে পাঁচটি পর্যন্ত ৩০ এফএসের ৮কে প্রো রেজল্যুশনের ভিডিও চালানো যাবে। একই সঙ্গে ২৩টি পর্যন্ত ৪কে প্রো রেজল্যুশন ৪২২ ভিডিও চালানো যাবে। ফলে ভিডিও সম্পাদনার ক্ষেত্রে ভালো অভিজ্ঞতা পাবেন ব্যবহারকারী।

দুটি মডেলেই দুটি করে ইউএসবি-এ পোর্ট, একটি এইচডিএমআই পোর্ট, একটি ১০ জিবি বিকল্পসহ একটি গিগাবিট ইথারনেট পোর্ট এবং একটি হালনাগাদ করা হেডফোন সংযোগসুবিধা রয়েছে। আছে তারহীন ওয়াই-ফাই ৬ই৫ এবং ব্লুটুথ ৫ দশমিক ৩ সংযোগের সুবিধা।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

হোয়াটসঅ্যাপে এক ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় পাঠাবেন যেভাবে
***********************************************************************
বন্ধু, পরিবার–পরিজনসহ পরিচিতদের সঙ্গে সহজে যোগাযোগের সুযোগ থাকায় অনেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। অনেক সময় কাজের প্রয়োজনে ফরাসি, চীনা, জার্মান, স্প্যানিশ, পর্তুগিজ ইত্যাদি ভাষাভাষীদের বার্তা পাঠানোর প্রয়োজন হয়।

ফলে ভাষা জটিলতায় পড়েন অনেকে। তবে চাইলেই হোয়াটসঅ্যাপে ইংরেজি ভাষায় লেখা বার্তা অন্য ভাষায় অনুবাদ করে পাঠানো যায়।

ভাষা অনুবাদ সুবিধা ব্যবহারের জন্য প্রথমে হোয়াটসঅ্যাপে প্রয়োজনীয় বার্তা লিখতে হবে। এরপর বার্তাটি নির্বাচন করে মেনু থেকে মোর অপশনে প্রবেশ করে ট্রান্সলেট নির্বাচন করতে হবে। এবার যে ভাষায় বার্তা অনুবাদ করতে হবে, তা নির্বাচন করে দিলেই সেই ভাষায় বার্তা দেখা যাবে।

ভাষা অনুবাদ সুবিধা ব্যবহারের জন্য হালনাগাদ অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চলা ফোনে হোয়াটসঅ্যাপের ২.২০.২০৬.২৪ থেকে পরবর্তী সংস্করণ ব্যবহার করতে হবে। আইফোনের জন্য হোয়াটসঅ্যাপের ২.২০.৭০ থেকে পরবর্তী সংস্করণ ব্যবহার করতে হবে।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

মাইক্রোসফটের এজ ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি
***********************************************************************
মাইক্রোসফটের এজ ব্রাউজারে বড় ধরনের নিরাপত্তা ত্রুটির সন্ধান পাওয়া গেছে। এ ত্রুটি কাজে লাগিয়ে চাইলেই দূর থেকে ব্রাউজারের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে ব্যবহারকারীদের যন্ত্রের নিয়ন্ত্রণ নেওয়া যায়। এজ ব্রাউজারের ১০৯.০.১৫১৮.৬১ সংস্করণের আগের সব সংস্করণ ব্যবহারকারীরা এ হামলার আশঙ্কায় রয়েছেন।

এ বিষয়ে এজ ব্রাউজার ব্যবহারকারীদের জন্য উচ্চ নিরাপত্তাঝুঁকির সতর্কতা জারি করেছে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। এরই মধ্যে দেশটির নাগরিকদের ব্রাউজারটি ব্যবহারে সতর্ক করেছে তারা। সাইবার হামলা থেকে রেহাই পেতে ব্যবহারকারীদের সবশেষ সংস্করণের এজ ব্রাউজার ব্যবহারের অনুরোধও করেছে ভারতের সরকারি প্রতিষ্ঠানটি।

উল্লেখ্য, এজ ব্রাউজারে এ নিরাপত্তা ত্রুটির কথা জানতে পেরে তড়িঘড়ি এজ ব্রাউজারের নতুন সংস্করণ উন্মুক্ত করেছে মাইক্রোসফট। সংস্করণটিতে নিরাপত্তা ত্রুটি দূর করায় নিরাপদে ইন্টারনেট ব্যবহারের সুযোগ মিলবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

ছুটির দিনে জমজমাট ডিজিটাল বাংলাদেশ মেলা
***********************************************************************
আজ শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই জমজমাট ডিজিটাল বাংলাদেশ মেলা প্রাঙ্গণ। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) চলা এ মেলায় সকাল থেকে দুপুর পর্যন্ত অবস্থান করে প্রায় প্রতিটি স্টল বা প্যাভিলিয়নে দর্শনার্থীর ভিড় দেখা গেছে।

‘ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক’ স্লোগানে চলা এ মেলায় শিক্ষার্থীসহ প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্যাভিলিয়ন। সেখানে সবাই ফরম পূরণ করতে ব্যস্ত। কারণ খুঁজতেই জানা গেল আসল ঘটনা। পছন্দের অপারেটরের ‘গোল্ডেন নম্বর’ নেওয়ার সুযোগ দিচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ।.

মেলায় বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নিজেদের বিভিন্ন প্রযুক্তি ও কার্যক্রম তুলে ধরছে। প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক মো. কামরুল হাসান বলেন, ‘মেলা উপলক্ষে বিটিসিএলের বিভিন্ন সেবা প্রদর্শন করছি আমরা। আমাদের প্যাভিলিয়নে ল্যান্ডফোন সংযোগ, আইপিফোন, কলিং–ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপসহ ব্রডব্যান্ড ইন্টারনেট–সুবিধা সম্পর্কে জানতে পারছেন দর্শনার্থীরা।’

মেলায় ডাক বিভাগের ডিজিটাল লেনদেন সেবা ‘নগদ’ নিজেদের বিভিন্ন সুবিধা তুলে ধরছে। নগদের কি–অ্যাকাউন্ট ম্যানেজার (বিজনেস সেলস) মো. আবদুল্লাহ আল ফাহিম বলেন, ‘মেলায় আমরা নগদের উল্লেখযোগ্য বিভিন্ন দিক সবার কাছে তুলে ধরছি। দর্শনার্থীদের নগদ অ্যাকাউন্টও খুলে দিচ্ছি আমরা।’

মেলায় মুঠোফোন অপারেটর গ্রামীণফোন ই-সিম ও সাধারণ সিম পরিবর্তন করে দিচ্ছে। গ্রামীণফোনের গ্রাহকসেবা বিভাগের নির্বাহী কর্মকর্তা রমিজ উদ্দিন বলেন, ‘মেলার আগত দর্শনার্থীদের ফাইভ-জি প্রযুক্তির সুবিধা সম্পর্কে জানার সুযোগ দিচ্ছে গ্রামীণফোন।’

মুঠোফোন অপারেটর রবিও নিজেদের প্যাভিলিয়নে ফাইভ-জি প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের ধারণা দিচ্ছে। এখানেই কথা হয় মোহাম্মদপুর থেকে স্ত্রীসহ মেলা ঘুরতে আসা কম্পিউটার হার্ডওয়্যার প্রকৌশলী আবদুল্লাহ বিন আশিকের সঙ্গে। তিনি বলেন, ‘আগামী দিন আমাদের সবকিছুই প্রযুক্তিনির্ভর হবে। ফাইভ-জি প্রযুক্তিতে আমরা কী কী সুবিধা ব্যবহারের সুযোগ পাব, তা জানতেই রবির প্যাভিলিয়নে এসেছি।’

মেলায় নিজদের সুপার অ্যাপের উল্লেখ্যযোগ্য দিক তুলে ধরছে বাংলালিংক। প্রতিষ্ঠানটির ডিজিটাল সেবা বিভাগের ব্যবস্থাপক আরিফ আল মান্নান বলেন, ‘শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন, খেলাসহ বাংলালিংকের সব ডিজিটাল সেবা এখন একটি অ্যাপেই পাওয়া যায়। এবারের মেলায় অ্যাপটির পাশাপাশি ফাইভ-জি প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিচ্ছি আমরা।

সরকারি মালিকানাধীন দেশীয় মুঠোফোন অপারেটর টেলিটকও নিজেদের প্যাভিলিয়নে ফাইভ-জি প্রযুক্তি সম্পর্কে দর্শনার্থীদের বিভিন্ন তথ্য জানার সুযোগ করে দিয়েছে।

মেলায় নিজেদের তৈরি বিভিন্ন প্রযুক্তি পণ্য প্রদর্শন করছে দেশের সবচেয়ে বড় ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। প্রতিষ্ঠানটির সহকারী জ্যেষ্ঠ ব্যবস্থাপক আল-ইমরান খান বলেন, ‘নিজেদের তৈরি ডিজিটাল পণ্যের পাশাপাশি আধুনিক স্মার্ট বোর্ডও প্রদর্শন করছে ওয়ালটন। ইন্টারনেটযুক্ত এই বোর্ড শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যবহার করা যায়।’

মেলার মূল আয়োজক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় হলেও বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। মেলা প্রাঙ্গণে কথা হয় আইএসপিএবির সভাপতি ইমদাদুল হকের সঙ্গে। মেলা সম্পর্কে তিনি বলেন, ‘নতুন প্রজন্মকে ফাইভ-জি প্রযুক্তি জানাতেই এ মেলার আয়োজন করা হয়েছে। প্রত্যাশার চেয়েও বেশি সারা পাচ্ছি আমরা।’

শেষ দিনের আয়োজন
মেলার শেষ দিন শনিবার বেলা ১১টার সময় ‘নিরাপদ ডিজিটাল সমাজ: রাষ্ট্রের ভূমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক। একই দিন একই সময় হবে ‘স্মার্ট সিটি বিনির্মাণে প্রযুক্তির মহাসড়কে বাংলাদেশ’ শীর্ষক সেমিনার। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম সেমিনারে প্রধান অতিথি থাকবেন। মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারের বিজ্ঞাপনী আয়ে ধস
***********************************************************************
গত বছরের ২৭ অক্টোবরে টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। তাঁর বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে খুদে ব্লগ লেখার সাইটটির আয়ও কমে গেছে। বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের (এসএমআই) তথ্যমতে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন গবেষণা সংস্থা প্যাথমেটিকসের ধারণা, স্থগিত অ্যাকাউন্টগুলো সচল হওয়ার পাশাপাশি টুইটারে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে নীল টিক পাওয়ায় বিজ্ঞাপনে পরিমাণ কমে গেছে। শুধু তা–ই নয়, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি সব ধরনের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, গত সপ্তাহে কর্মীদের এক সভায় টুইটারের এক কর্মকর্তা জানিয়েছেন, বিজ্ঞাপন কম থাকায় ২০২১ সালের তুলনায় গত বছরের চতুর্থ প্রান্তিকে টুইটারের আয় প্রায় ৩৫ শতাংশ কম হয়েছে।

বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় বিজ্ঞাপনদাতারা কিছু বিজ্ঞাপন বিনা মূল্যে দিতে পারবেন। শুধু তা–ই নয়, পুনরায় রাজনৈতিক বিজ্ঞাপনও দেখাবে টুইটার।
সূত্র: এনডিটিভি, রয়টার্স

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

‘এখানে শিল্পীদের কোনো হাত নেই’
***********************************************************************
কলকাতার ছবি দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। টলিউডের সিনেমা ‘ভয়’ প্রেক্ষাগৃহে মুক্তির আগে ওটিটিতে মুক্তি পেয়েছে। আজ ওটিটিতে ছবিটি মুক্তি পেয়েছে। সিনেমাটি আমদানি করে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির কথা রয়েছে।

সিনেমাটির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি প্রেক্ষাগৃহে পেলে ভালো হতো বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকারা চান, তাঁদের সব ছবিই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাক। কারণ, প্রেক্ষাগৃহে সিনেমার গন্ধই আলাদা। প্রেক্ষাগৃহে শিল্পীদের সঙ্গে দর্শকের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়। একটা অন্য রকমের ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে না এই সিনেমার ক্ষেত্রে।’

ওটিটিতে কেন মুক্তি পাচ্ছে, জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এখানে তো শিল্পীদের হাত নেই। এটি প্রযোজক ও পরিচালকের ওপর নির্ভর করে। ছবি নির্মাণের পর কোথায় চলবে, সেটি তাঁরাই নির্ধারণ করেন। কোভিডের আগে শুটিং শুরু হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাস তিনেক আগে ছবির শুটিং শেষ হয়েছে। অনেক দিন হয়ে গেছে, এ কারণেই হয়তো ওটিটিতে ছবিটি আগে ছেড়ে দেওয়া হচ্ছে। তা ছাড়া আমার “যদি কিন্তু তবুও” ছবিটিও আগে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল, হয়নি। ওটিটিতে আগে হয়েছে।’

আগে ওটিটিতে মুক্তিতে আফসোস নেই ফারিয়ার। তিনি বলেন, ‘ছবির মেরিট ভালো হলে ওটিটিতে মুক্তি পেলেও দর্শকের সাড়া পাওয়া যাবে। মানুষের কাছে পৌঁছানো যাবে, এটি আমার বিশ্বাস।’

এই নায়িকা জানান, ওটিটিতে মুক্তির পর দুই বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে ছবিটি। তিনি বলেন, ‘আমার জানামতে, ওটিটিতে মুক্তির মাস তিনেকের মাথায় পশ্চিম বাংলায় প্রেক্ষাগৃহের মুক্তির পাবে ছবিটি। পরপরই আমদানিতে বাংলাদেশে আসবে। আমিও চেয়েছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাক ছবিটি। কারণ, ভক্ত-দর্শকদের সঙ্গে নতুন বছরে প্রেক্ষাগৃহে সাক্ষাতের সুযোগ হবে আমার।’
প্রেম-প্রতিশোধের গল্প নিয়ে ‘ভয়’। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ।

‘ভয়’ কলকাতার তৃতীয় মুক্তি পাওয়া ছবি ফারিয়ার। এর আগে ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ ছবি দুটি মুক্তি পায় তাঁর। ‘আবারও বিবাহ অভিযান’ ও ‘রকস্টার’ নামে কলকাতার আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশি এই অভিনেত্রীর।

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Magazine
Magazine
3 år

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন কঙ্গনা, আবারও উসকে দিলেন বিতর্ক
***********************************************************************
শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরে সারা ভারত উত্তাল। এই ছবিকে ঘিরে শুধু সাধারণ মানুষ নয়, বিটাউন তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ তালিকায় আছে বলিউড নায়িকা কঙ্গনা রনৌতের নামও। বিটাউনের এই আলোচিত-সমালোচিত নায়িকা ‘পাঠান’ নিয়ে একাধিক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঠোঁটকাটা বলে বেশ দুর্নাম আছে কঙ্গনার। বিতর্কিত মন্তব্য করে প্রায়ই চর্চায় উঠে আসেন এই নায়িকা। বিতর্কিত পোস্টের কারণেই ২০২১ সালে টুইটার কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন কঙ্গনা। আর টুইটার–সাম্রাজ্যে ফিরেই ‘পাঠান’ ছবিকে ঘিরে পরপর তিনটি টুইট করেছেন তিনি।

কঙ্গনা তাঁর টুইটারে লিখেছেন, ‘যাঁরা দাবি করছেন যে “পাঠান”ঘৃণাকে হারিয়ে ভালোবাসাকে জয় করল, আমি তাঁদের সঙ্গে সহমত। কিন্তু কোন ঘৃণাকে হারিয়ে কোন ভালোবাসার জয়? কারা টিকিট কিনছে? কারা ছবিটাকে সফল করছে? এটা হচ্ছে ভারতের ভালোবাসা, যেখানে ৮০ শতাংশ হিন্দু বাস করে। আর তারপরও ছবির নাম “পাঠান”।’

কঙ্গনা আরও লিখেছেন, ‘আমি মনে করি, ভারতীয় মুসলিমরা দেশভক্ত, আফগানের পাঠানদের থেকে অনেকটাই আলাদা। আসল কথা হলো যে ভারত কোনো দিনই আফগানিস্তান হবে না। আমরা সবাই জানি আফগানিস্তানে কী হচ্ছে। তাই কাহিনি হিসেবে “পাঠান”-এর আসল নাম হলো “ভারতীয় পাঠান”।’ এর সঙ্গে কঙ্গনা হাত জোড় করা এক ইমোজি দিয়েছেন।

এর আগে কঙ্গনা তাঁর ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষের পার্টির সময় ‘পাঠান’ ছবির প্রশংসা করেছিলেন। কিন্তু হঠাৎই তাঁর সুর বদলে গেছে বলে মনে হচ্ছে। কঙ্গনার এই টুইটকে ঘিরে একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ এমন কোন ইমার্জেন্সি এল যে আপনাকে টুইটারে ফিরে আসতে হলো?’ আরেকজন লিখেছেন, ‘“পাঠান” হিট হয়ে গেছে।’

Source: প্রথম আলো

image
Synes godt om
Kommentar
Del
Showing 12366 out of 19524
  • 12362
  • 12363
  • 12364
  • 12365
  • 12366
  • 12367
  • 12368
  • 12369
  • 12370
  • 12371
  • 12372
  • 12373
  • 12374
  • 12375
  • 12376
  • 12377
  • 12378
  • 12379
  • 12380
  • 12381

Rediger tilbud

Tilføj niveau








Vælg et billede
Slet dit niveau
Er du sikker på, at du vil slette dette niveau?

Anmeldelser

For at sælge dit indhold og dine indlæg, start med at oprette et par pakker. Indtægtsgenerering

Betal med tegnebog

Betalingsadvarsel

Du er ved at købe varerne, vil du fortsætte?

Anmod om tilbagebetaling