সুখী মানুষ গুলোর পতন
সব সময় ভালোবাসার
কারণে হয়, মাদকের জন্য নয় ।
#omarfarukrakib
সুখী মানুষ গুলোর পতন
সব সময় ভালোবাসার
কারণে হয়, মাদকের জন্য নয় ।
#omarfarukrakib
কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের,
কিন্ত তার চেয়েও বেশী কষ্টের
হলো আসবেনা জেনেও তার জন্য
অপেক্ষা করে ।
#omarfarukrakib
তুমি আমি কেন দূরে দূরে ?
খুঁজে বেড়াই ঘুরে ঘুরে
মন কি যে চায়
কাটে শুধু বেদনায় ।
#omarfarukrakib
তুমি বেঁচে থাকো আমার সকল
ভাল লাগার কারণ গুলো নিয়ে
আমি না হয় বেঁচে থাকবো
তোমার সকল অতীত গুলোকে
আঁকড়ে ধরে ।
#omarfarukrakib
তুমি এমন মিথ্যে স্বপ্নের সাগর
যে সাগরে প্রতিরাতে ডুব দিয়ে
নিজেকে হারিয়ে ফেলি ।
#omarfarukrakib
“ভালোবাসা এমন এক বদ অভ্যাস
যেটার কারণে মানুষ এক মুহূর্ত আনন্দ
পাবার জন্যে সারা জীবন কষ্ট
সইতে দ্বিধা বোধ করে না।”
#omarfarukrakib
“যে মানুষ অন্যের অনুভূতির
মূল্য দিতে জানে না,
সে কখনো কাউকে
ভালোবাসতে পারে না।”
#omarfarukrakib
অপেক্ষা তো সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে ।
#omarfarukrakib
যদি মনের অনুভূতি ঠিক থাকে
তাহলে সম্পর্কটাও থাকে আজীবন
#omarfarukrakib
শিশমহলে পা দিয়েই বাদশা প্রমাদ গুণলেন। বেলা দ্বিপ্রহর, খিদেয় পেট চুঁইছুঁই করছে। এ-সময়ে নাকে কোপ্তা কাবাবের গন্ধ এলেই তিনি খুশি হতেন, তার বদলে আতর আর গোলাপজলের খুশবুতে তার খালি পেট কেমন গুলিয়ে উঠল। এছাড়াও তাঁর কানে এল গগনভেদি সপ্তসুর যার সাতটি সুর সপ্তদিগন্তে ভেসে চলেছে, ‘সা’-এর সঙ্গে ‘রে’-এর কোন যোগাযোগ নেই, ‘গা’-এর সঙ্গে ‘মা’-এরও মুখ দেখাদেখি বন্ধ। ফোঁস করে একটা নিশ্বাস ফেললেন দিগ্বিজয়ী বাদশা। হায়! সারা দুনিয়া জয় করে এসে শেষে কিনা নিজেরই মহলে খেয়ালি এক বেগমের পাল্লায় পড়ে তাকে অনাহারে মরতে হবে! স্ত্রী এমনই বিষম বস্তু!
https://www.golperasor.com/202....3/01/badshah-begum-j