https://wikiing.com/5-simple-w....ays-to-increase-your
#blogtraffic #increase
সাইবার হামলা চালিয়ে ইলন মাস্কের টেসলা গাড়ি হ্যাক করা সম্ভব
***********************************************************************
ইলন মাস্কের মালিকানাধীন বৈদ্যুতিক গাড়ি প্রস্ততকারী প্রতিষ্ঠান টেসলার গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে গাড়ির মিউজিক সিস্টেমসহ বিভিন্ন গ্যাজেট হ্যাক করা সম্ভব। ফলে হ্যাকাররা চাইলে যে কোনো টেসলা গাড়িতে হর্ন বাজানোর পাশাপাশি লাইট জ্বালানো বা ওয়াইপার চালু করতে পারেন বলে জানিয়েছেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিন্যাকটিভের একদল গবেষক। সম্প্রতি কানাডার ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত পিডব্লিউএন২ওডব্লিউএন হ্যাকিং সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন তাঁরা।
গবেষকদের দাবি, টেসলা গাড়িতে ব্যবহৃত সফটওয়্যারের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে দূর থেকে গাড়ি চালু বা বন্ধও করা সম্ভব। তবে টেসলা কর্তৃপক্ষ জানিয়েছে, কারিগরি ত্রুটির কারণে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করা গেলেও দূর থেকে গাড়ি চালু বা বন্ধ করা যাবে না। এমনকি গাড়ির গতিও কম–বেশি করা সম্ভব নয়। ফলে দুর্ঘটনার আশংকা নেই।
সিন্যাকটিভের গবেষক ইলোই বেনোইস্ট ভ্যানডারবেকেন টেসলা কর্তৃপক্ষের বক্তব্যের সঙ্গে ভিন্নমত পোষণ করেছেন। তিনি জানান, গাড়ির স্টিয়ারিং ঘোরানো, ব্রেক কষতে হ্যাকাররা সক্ষম হবেন না বলে টেসলার মন্তব্য সম্ভবত ঠিক নয়।
উল্লেখ্য, গত বছর জার্মানির বাসিন্দাা ডেভিড কলম্বো নামের এক তরুণ সাইবার হামলা চালিয়ে প্রায় ২০টি টেসলা গাড়ি হ্যাক করেছিলেন। শখের বসে এ হামলা চালানোর পর টেসলা কর্তৃপক্ষকে নিরাপত্তা ত্রুটির বিষয়টি জানিয়েছিলেনও কলম্বো।
সূত্র: টেক ক্র্যান্চ
Source: প্রথম আলো
কৃত্রিম বুদ্ধিমত্তার ড্যাশ ক্যাম
***********************************************************************
গাড়ি চালানোর সময় সামনের দৃশ্য ধারণ করতে ড্যাশ ক্যাম (ক্যামেরা) ব্যবহার করেন অনেকেই। গাড়ির উইন্ডশিল্ডে (সামনের কাচ) যুক্ত করে ব্যবহারের সুবিধা থাকায় চলন্ত বা থেমে থাকা গাড়ির সামনের সব দৃশ্য ধারণ করতে থাকে ড্যাশ ক্যাম। ফলে কোনো দুর্ঘটনা ঘটলে সহজেই প্রকৃত ঘটনা জানা যায়। তবে বেশির ভাগ ড্যাশ ক্যাম কম আলোতে ভালো মানের ছবি ও ভিডিও ধারণ করতে পারে না। এ সমস্যার সমাধান দেবে ৭০ এমএআই ড্যাশ ক্যাম ওমনি। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির এই ড্যাশ ক্যাম কম আলোতে ভালো মানের ছবি তোলার পাশাপাশি ভিডিও ধারণ করতে পারে।
৭০ এমএআই ড্যাশ ক্যাম ওমনি মডেলের ড্যাশ ক্যামটি স্বয়ংক্রিয়ভাবে ৩৬০ ডিগ্রি ঘুরে গাড়ির চারপাশের ছবিও তুলতে পারে। ফলে পার্কিংয়ে থাকা অবস্থায় অন্য গাড়ি ধাক্কা দিলে সে দৃশ্যও স্বয়ংক্রিয়ভাবে ধারণ করতে পারে ড্যাশ ক্যামটি। শুধু তা–ই নয়, গাড়িতে কেউ না থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আশপাশে থাকা অবাঞ্ছিত ব্যক্তিদের নড়াচড়া শনাক্ত করে ভিডিও ধারণের পাশাপাশি গাড়ির ইমার্জেন্সি বাতি জ্বালিয়েও সবাইকে সতর্ক করে। ড্যাশ ক্যামটির দাম ১৮৫ ডলার।
সূত্র: অ্যান্ড্রয়েড পুলিশ
Source: প্রথম আলো
পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করল অ্যাপল
***********************************************************************
অ্যাপল সচরাচর পুরোনো মডেলের আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করে না। কিন্তু সম্প্রতি সাফারি ব্রাউজারের ওয়েবকিটে ভয়ংকর নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে অ্যাপল। শনাক্ত হওয়া ত্রুটিটি হ্যাকাররা ব্যবহার করতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আর তাই তড়িঘড়ি করে নতুন মডেলের আইফোন ও আইপ্যাডের জন্য অপারেটিং সিস্টেম হালনাগাদ করে প্রতিষ্ঠানটি। তবে সংস্করণটি পুরোনো আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যায় না। এ সমস্যা সমাধানে পুরোনো আইফোন ও আইপ্যাডের জন্য ‘আইওএস ১৫.৭.৪’ ও ‘আইওপ্যাডওএস ১৫.৭.৪’ উন্মুক্ত করেছে অ্যাপল।
অ্যাপলের তথ্যমতে, সাফারি ব্রাউজারের ওয়েবকিটের নিরাপত্তা ত্রুটি কাজে লাগিয়ে হ্যাকাররা চাইলেই ব্যবহারকারীদের যন্ত্রে নতুন কোড যুক্ত করে সাইবার হামলা চালাতে পারেন। এরই মধ্যে বেশ কিছু আইফোনে এমনটি করা হয়েছে বলেও ধারণা করা হচ্ছে। আর তাই সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন অন্য ব্যবহারকারীরা।
আইফোন৬এস, আইফোন৬এস প্লাস, আইফোন৭, আইফোন৭ প্লাস, আইফোন এসই, আইপ্যাড এয়ার২, আইপ্যাড মিনি৪ ও আইপড টাচ ৭জি ব্যবহারকারীরা নতুন সংস্করণটি ব্যবহারের সুযোগ পাবেন। নিরাপদ থাকতে পুরোনো আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের দ্রুত হালনাগাদ সংস্করণটি ব্যবহারের পরামর্শ দিয়েছে অ্যাপল।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
Source: প্রথম আলো
আপনার ফোনের ব্যাটারি বেশি খরচ করছে কোন অ্যাপ
***********************************************************************
পুরো চার্জ দেওয়ার পরও দ্রুত ফোনের চার্জ শেষ হয়ে যায় অনেকের। ফোন পুরোনো হলে তো কথাই নেই, ব্যাটারির কার্যকারিতা কমে যাওয়ায় চার্জও দ্রুত শেষ হয়ে যায়। ফোনে থাকা বেশ কিছু অ্যাপ ব্যাটারি বেশি খরচ করে। কারণ, ব্যবহার না করলেও ব্যবহারকারীদের ইন্টারনেট ব্যবহারের ইতিহাস সংগ্রহের জন্য অ্যাপগুলো ফোনের ব্যাকগ্রাউন্ডে সব সময় চালু থাকে। এসব অ্যাপ চাইলেও বন্ধ করা যায় না। ফলে ব্যাটারি খরচ হতে থাকে। ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানার পদ্ধতি দেখে নেওয়া যাক—
ফোনের ব্যাটারি বেশি খরচ করা অ্যাপের নাম জানতে প্রথমে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের সেটিংস অপশনে প্রবেশ করতে হবে। এরপর ব্যাটারি অ্যান্ড ডিভাইস কেয়ার অপশনে ক্লিক করে ব্যাটারি নির্বাচন করলেই সর্বশেষ চার্জ দেওয়ার পর কোন ধরনের অ্যাপ কত শতাংশ ব্যাটারি খরচ করেছে, তা দেখা যাবে। এবার ভিউ ডিটেইলস অপশনে প্রবেশ করলে প্রতিটি অ্যাপের ব্যাটারি খরচের তথ্য আলাদাভাবে জানা যাবে। তালিকায় অপ্রয়োজনীয় বা অব্যবহৃত অ্যাপের নাম থাকলে সেটি মুছে ফেললে ব্যাটারির চার্জ আগের তুলনায় বেশিক্ষণ থাকবে।
Source: প্রথম আলো
হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা পরিবর্তন করলে প্রাপক জানবেন
***********************************************************************
পাঠানো বার্তা সম্পাদনার সুযোগ দিতে দীর্ঘদিন ধরে ‘এডিট মেসেজ’ সুবিধা চালুর জন্য কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে নিজেদের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপে এ সুবিধার কার্যকারিতা পরখ করছে অ্যাপটি। নতুন এ সুবিধা কাজে লাগিয়ে পাঠানো বার্তা এক বা একাধিকবার সম্পাদনা করা যাবে। শুধু তা–ই নয়, বার্তা সম্পাদনা করলে প্রাপককে সতর্কও করবে হোয়াটসঅ্যাপ। ফলে প্রাপক জানতে পারবেন, পাঠানো বার্তার তথ্য পরিবর্তন করা হয়েছে। এর মাধ্যমে তথ্যগত ভুল এড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে।
এডিট মেসেজ সুবিধা চালু হলে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পাঠানো যেকোনো বার্তার তথ্য পরিবর্তনের পাশাপাশি বানান ঠিক করতে পারবেন। ফলে হোয়াটসঅ্যাপের ডিলিট ফর এভরিওয়ান সুবিধার মাধ্যমে পুরো বার্তা মুছে ফেলে নতুন করে বার্তা পাঠাতে হবে না।
বর্তমানে মনের ভুলে কোনো বার্তা পাঠালে সেটি ফেরত আনা যায় হোয়াটসঅ্যাপে। প্রাপকও জানতে পারেন, আপনি বার্তাটি ফেরত এনেছেন। ঠিক একই পদ্ধতিতে পাঠানো বার্তা সম্পাদনা করলে প্রাপক বিষয়টি জানতে পারবেন। শিগগিরই অ্যান্ড্রয়েড ও আইওএস অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুবিধা ব্যবহার করা যাবে।
সূত্র: এনডিটিভি
Source: প্রথম আলো
ধর্মীয় অনুভূতিতে আঘাত, বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে মামলা
***********************************************************************
ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীলতা ছড়ানোর অভিযোগে মামলা হলো বলিউড অভিনেত্রী তাপসী পান্নুর নামে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের অন্যতম জনবহুল এবং বৃহত্তম শহর ইন্দোরের হিন্দু রক্ষক সংগঠনের আহ্বায়ক ও বিজেপি বিধায়ক মালিনী গৌড়ের ছেলে একলব্য সিং গৌড় এই অভিযোগ করেছেন তাপসীর নামে। একলব্য নিজের অভিযোগে জানিয়েছেন, ইনস্টাগ্রামে অভিনেত্রী একটি ছবি দেন, যেখানে বড় গলার পোশাক পরেছিলেন তাপসী। আর গলায় ছিল দেবী লক্ষ্মীর চিত্রিত একটি নেকলেস। সূত্র হিন্দুস্তান টাইমস।
তাপসী পান্নুর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেখা যায়, যেখানে তিনি একটি ফ্যাশন শোয়ের ছবি-ভিডিও শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছিলেন, ‘এই লাল রং আমাকে ছেড়ে কবে যাবে...’।
এই ছবি ও ভিডিওতে অভিনেত্রীর গলায় ওই বিশেষ লকেট দেখা যায়। এই ছবি ও ভিডিও দেখে নেটিজনদের একটি অংশ আপত্তি তুলেছেন। মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘এমন অশ্লীল ছবিতে কেন, এ কেমন নোংরামি।’ আরেকজন লিখেছেন, ‘আবারও বলিউডের নোংরামি’। এবার সেই পরিপ্রেক্ষিতেই সনাতন হিন্দু ধর্মকে অপমানের অভিযোগে মামলা হলো তাপসী পান্নুর বিরুদ্ধে।
গত সোমবার হিন্দু রক্ষক সংগঠনের তরফে অভিনেত্রীর বিরুদ্ধে ইন্দোরে মামলা করা হয়েছে। অভিযোগকারী একলব্য সিং গৌড়ের বক্তব্য, খোলামেলা পোশাক পরে দেবী লক্ষ্মীর লকেট গলায় ঝুলিয়ে সনাতন হিন্দু ধর্মকে অপমান করেছেন তাপসী।
স্থানীয় থানা কর্মকর্তা এস এইচ ও ত্রীপুর পিএস ভারতীয় গণমাধ্যম এএনআইকে জানিয়েছেন, ‘আমরা অভিনেত্রী তাপসী পান্নুর বিরুদ্ধে করা একলব্য গৌড়ের অভিযোগ পেয়েছি।
যেখানে বলা হয়েছে, ফ্যাশন সপ্তাহে দেবীর লকেট পরে ধর্মীয় অনুভূতি এবং “সনাতন ধর্ম”-এর ভাবমূর্তিতে আঘাত হেনেছেন তাপসী।’ মামলার পর তাপসী পান্নুর পক্ষে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ বুধবার দুপুরেও তাঁর ছবি এবং ভিডিও দেখা গেছে ইনস্টাগ্রামে।
তাপসীর ঝুলিতে ‘পিঙ্ক’, ‘থাপ্পড়’, ‘বদলা’র মতো একাধিক সফল ছবি আছে। তবে রাতারাতি সফলতা পাননি এই বলিউড নায়িকা। একের পর এক ব্যতিক্রম ছবি দিয়ে নিজেকে প্রমাণ করে তারকাখ্যাতি পেয়েছেন তিনি।
সব সময় ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরেন এ বলিউড অভিনেত্রী। ‘মনমর্জিয়া’, ‘সান্ড কি আঁখ’, ‘হাসিন দিলরুবা’সহ আরও অনেক ছবিতে বিচিত্র সব ভূমিকায় তাঁকে দেখা গেছে। সামনে তাঁকে শাহরুখ খানের সঙ্গে দেখা যাবে রাজকুমার হিরানির ‘ডাঙ্কি’ ছবিতে। এই প্রথম বলিউড বাদশার সঙ্গে পর্দা শেয়ার করেছেন তিনি।
Source: প্রথম আলো