Linkeei Linkeei
    #tructiepbongda #bongdatructuyen #software #seo #xembongda
    جستجوی پیشرفته
  • وارد شدن
  • ثبت نام

  • حالت روز
  • © 2025 Linkeei
    در باره • فهرست راهنما • با ما تماس بگیرید • توسعه دهندگان • سیاست حفظ حریم خصوصی • شرایط استفاده • بازپرداخت • Linkeei App install

    انتخاب کنید زبان

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

تماشا کردن

تماشا کردن قرقره ها فیلم ها

مناسبت ها

مرور رویدادها رویدادهای من

وبلاگ

مقالات را مرور کنید

بازار

آخرین محصولات

صفحات

صفحات من صفحات لایک شده

بیشتر

انجمن کاوش کنید پست های محبوب بازی ها شغل ها ارائه می دهد
قرقره ها تماشا کردن مناسبت ها بازار وبلاگ صفحات من همه را ببین

کشف کردن نوشته ها

Posts

کاربران

صفحات

گروه

وبلاگ

بازار

مناسبت ها

بازی ها

انجمن

فیلم ها

شغل ها

Magazine
Magazine
3 سال

শাকিবের ‘পাঙ্কু জামাই’–এর বিপরীতে বাংলাদেশে শাহরুখের ‘পাঠান’?
***********************************************************************
ভারতীয় বিনোদন দুনিয়ার বুকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’-ঝড়। চার বছর পর কিং খান ‘পাঠান’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন। তাই বলিউড সুপারস্টার শাহরুখ খানের এই ছবিকে ঘিরে শুরু থেকেই উত্তেজনা দেখা গেছে। ২৫ জানুয়ারি ভারত ও ভারতের বাইরে বিভিন্ন দেশে একযোগে মুক্তি পাবে ছবিটি। কিন্তু মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব-নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন–থ্রিলারধর্মী এই ছবি। ২০ জানুয়ারি ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়েছে। আর তখন থেকে সবাই বক্স অফিসে হুমড়ি খেয়ে পড়েছেন। টিকিটের দাম আকাশছোঁয়া হলেও ভারত ও ভারতের বাইরে অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে চলেছে ছবিটি।

‘পাঠান’ ছবি নিয়ে বাংলাদেশের দর্শকের আগ্রহ আছে। ছবিটি নিয়ে বাংলাদেশের সিনেমাপ্রেমী দর্শকেরাও খোঁজখবর রাখছেন। সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে ‘পাঠান’ মুক্তির কথা শোনা যাচ্ছে।

এরই মধ্যে বাংলাদেশের একটি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান ইকো এন্টারটেইনমেন্টের কাছে শাকিব খানের ‘পাঙ্কু জামাই’ রপ্তানি করা হয়েছে। সেই ছবির বিপরীতে ‘পাঠান’ আমদানির চেষ্টা চলছে। যদি অনুমতি মিলে যায়, তাহলে ২৭ জানুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘পাঠান’।

জানা গেছে, গত বুধবার বাংলাদেশের সিনেমা আমদানিকারক একটি প্রতিষ্ঠান এ–সংক্রান্ত একটি আবেদন করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে। আগামীকাল মঙ্গলবার দুপুরে এ বিষয়ে মন্ত্রণালয়ের আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি আবেদনটি নিয়ে মিটিংয়ে বসবেন।

সোমবার দুপুরে খবরটি নিশ্চিত করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব সাইফুল ইসলাম বলেন, “‘পাঠান” বাংলাদেশে মুক্তির জন্য আমরা একটি আবেদন পেয়েছি। মঙ্গলবার বেলা তিনটার দিকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের নেতৃত্বে এ–সংক্রান্ত কমিটির সদস্যরা মিটিংয়ে বসবেন। এরপর সিদ্ধান্ত হবে ছবি আনার বিষয়টি।’

মিটিংয়ে ‘পাঠান’ বাংলাদেশে মুক্তির বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে কি না—জানতে চাওয়া হলে ওই উপসচিব বলেন, ‘এখনই বলা মুশকিল। তবে সিনেমা হলের স্বার্থে আমাদের মন্ত্রী মহোদয়ের সব সময়ই ইতিবাচক মনোভব আছে। এর আগে মন্ত্রী মহোদয় বলেছেন, চলচ্চিত্রে সব সংগঠন যদি মতামত দেন, তাহলে বছরে ১০টি করে হিন্দি ছবি বাংলাদেশে আসতেই পারে। এখন “পাঠান’-এর বিষয়টি এ–সংক্রান্ত কমিটি ও চলচ্চিত্র সংগঠনগুলোর মতামতের ওপর নির্ভর করছে।’

সার্ক চুক্তিভুক্ত দেশসমূহের মুক্ত বাণিজ্য চুক্তিকেই সংক্ষেপে এবং ইংরেজিতে সাফটা বলা হয়। ২০০৪ সালের জানুয়ারিতে ইসলামাবাদে সার্ক বা সাফটা চুক্তি স্বাক্ষরিত হয়। সার্কভুক্ত সব কটি দেশের মধ্যে চুক্তি হলেও আসছে কেবল ভারতের কলকাতার বাংলা সিনেমা। এর আগে ২০১৫ সালে হিন্দি ‘ডন’ ও ‘ওয়ান্টেড’ বাংলাদেশে মুক্তি পায়। পরপর ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’, ‘দিল তো পাগল হ্যায়’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘ধুম ২’ ও ‘থ্রি ইডিয়টস’ মুক্তির কথা ছিল। কিন্তু সেই সময় চলচ্চিত্র সংশ্লিষ্ট সংগঠনের আন্দোলনের মুখে হিন্দি ছবির আমদানি স্থগিত হয়ে যায়। এরপর আর কোনো হিন্দি ছবি আমদানিতে বাংলাদেশে মুক্তি পায়নি।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

১৮ বছর পর নাটক ‘সুনাগরিকের সন্ধানে’
***********************************************************************
সুনাগরিকের একটি বৈশিষ্ট্য হচ্ছে আত্মসংযম। নগরকর্তার স্ত্রীর জন্মদিনে পুরস্কৃত করার জন্য সুনাগরিকের নামে পাঁচ দিন ধরে না খেয়ে থাকা একজনকে নিয়ে আসলেন প্রহরীরা। ভাতের মতো অন্ন ত্যাগ করে থাকা মানে কঠিন আত্মসংযম, এই বিবেচনায় তাঁকে নিয়ে আসা। চোখ–মুখে পানি ছিটিয়ে তাঁর যখন চেতনা ফেরানো হলো, তখন তিনি দৌড়ে গিয়ে জন্মদিনের কেকে কামড় দিলেন। সুনাগরিকের কর্তব্য কী, প্রমাণ করতে তিনি বাকি কেকটা নগরকর্তার মুখের ওপর ছুড়ে মারলেন। এটি নাট্যকার মলয় ভৌমিকের ‘সুনাগরিকের সন্ধানে’ নাটকের একটি দৃশ্য। আজ সোমবার বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার মুক্তমঞ্চে নাটকটি পরিবেশিত হয়।

ব্যাঙ্গরসাত্মক কাহিনির এই নাটক ২০০৫ সালে শেষ মঞ্চস্থ হয়। ১৮ বছর পর নাটকটির ৪৭তম মঞ্চায়ন হলো। নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকার মলয় ভৌমিক। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুশীলন নাট্যদলের ৬৪তম প্রযোজনা। নাটকের শুরুতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ধর্মান্ধতা, কূপমণ্ডূকতা ও আলোর বিরুদ্ধে সব প্রতিবন্ধকতার মোকাবিলা করবে নাটক ‘সুনাগরিকের সন্ধানে।’

৪০ মিনিটের পুরো নাটকজুড়ে শিল্পীদের অভিনয়শৈলী ও ব্যাঙ্গরসাত্মক সংলাপ নগরকর্তার বুদ্ধিহীন কর্মকাণ্ড, তাঁর পণ্ডিতের জ্ঞানের অসারতায় দর্শকেরা যেমন হেসে গড়িয়ে পড়েছেন, তেমনি আমাদের সমাজব্যবস্থার ত্রুটিগুলো ফুটে উঠেছে। এসব দৃশ্য দেখে দর্শক একের পর এক করতালি দিয়েছেন।

নাটকে দেখা যায়, নগরকর্ত্রীর জন্মদিন উপলক্ষে কী করা যায়, তা ঠিক করতেই সভাসদেরা গলদঘর্ম। শেষ পর্যন্ত গৃহকর্তা ঠিক করলেন, ওই দিন একটি গণশৌচাগার উদ্বোধন করবেন। এটি একটি জনহিতকর কাজ। এতেই যারপরনাই চটে যান গৃহকর্তী। গৃহকর্তা আপত্তি করে বলেন, জন্মদিনে কি কারও শৌচাগারের প্রয়োজন পড়তে পারে না। শেষ পর্যন্ত একজন সুনাগরিককে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়। এই সুনাগরিক খুঁজতে পণ্ডিতের কাছে পরীক্ষা দিতে এলেন নাগরিকেরা।

সেখানে একজন রাষ্ট্রবিজ্ঞানীর সংজ্ঞা অনুযায়ী সুনাগরিকের গুণাবলি-বুদ্ধি, আত্মসংযম ও বিবেক যাচাই করার জন্য বোর্ড বসানো হলো। সেখানে লেখাপড়া না করাই একজন সুনাগরিকের গুণাবলি হিসেবে ধরা হলো। এমন সব হাস্যকর প্রশ্নোত্তর পর্বে কোনো নাগরিকই উত্তীর্ণ হতে পারলেন না। শেষ পর্যন্ত পাঁচ দিন ধরে না খেয়ে থাকা একজনকে আত্মসংযমী বলে তুলে আনা হলো। এভাবেই নাটকের কাহিনির শেষ হয়।

নাটকে নগরকর্তার ভূমিকায় অভিনয় করেছেন রাকিবুল আলম, নগরকর্ত্রীর ভূমিকায় তানজীমা মাহজাবিন, নগরমন্ত্রী লিঙ্কন বিশ্বাস, নগর পণ্ডিত আরিফুল ইসলাম, ঘোষক ফাতিমা তুজ জোহরা ও সুব্রত কুমার হালদার, নগররক্ষী হৃদয় ভৌমিক, নাগরিক অন্তর মহান্ত, হৃদয় তালুকদার ও মোশাররফ হোসেন এবং নতর্কীর ভূমিকায় অভিনয় করেছেন সাদিয়া আফরিন।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

২৫০০ টাকা টিকিট, তবুও মুক্তির আগেই সব শো হাউসফুল
***********************************************************************
ভারতীয় বিনোদন দুনিয়ার বুকে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ‘পাঠান’–ঝড়। বলিউড সুপারস্টার শাহরুখ খানের এই ছবিকে ঘিরে শুরু থেকে উত্তেজনা দেখা গেছে। চার বছর পর কিং খান ‘পাঠান’ ছবির মাধ্যমে আবার বড় পর্দায় ফিরতে চলেছেন। তাই শাহরুখপ্রেমীরা ছবিটির জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অবশেষে তাঁদের সব অপেক্ষার অবসান হতে চলেছে। ২৫ জানুয়ারি মুক্তি পাবে ‘পাঠান’। কিন্তু মুক্তির আগেই বক্স অফিসের সব হিসাব–নিকাশ উল্টে দিয়েছে অ্যাকশন থ্রিলারধর্মী ছবিটি।

শাহরুখপ্রেমীরা তাঁদের প্রিয় তারকার প্রতি সম্পূর্ণ নিবেদিত, তা সবারই জানা। ‘পাঠান’ ছবি মুক্তির আগেই বক্স অফিসে তার ঝলক দেখা যাচ্ছে। শাহরুখকে বড় পর্দায় আবার দেখার জন্য তাঁর অনুরাগীরা যেকোনো মূল্য দিতে প্রস্তুত। ২০ জানুয়ারি থেকে ছবির অগ্রিম টিকিট বুকিং শুরু হয়ে গেছে। আর তখন থেকে সবাই বক্স অফিসে হুমড়ি খেয়ে পড়েছেন। জানা গেছে, ‘পাঠান’ ছবির টিকিটের দাম আকাশ ছুঁয়েছে। সিনেমাপ্রেমীরা শাহরুখকে অ্যাকশন ইমেজে দেখার জন্য হাজার হাজার টাকা ওড়াচ্ছেন। বেশ কিছু মলে ‘পাঠান’ ছবির টিকিট বাংলাদেশি মুদ্রায় ২ হাজার ৫০০, ২ হাজার ৩০০ আর ২ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এত দামি টিকিট হওয়া সত্ত্বেও সব শো ইতিমধ্যে হাউসফুল হয়ে গেছে।

দিল্লির বেশ কিছু মাল্টিপ্লেক্সে এই ছবির টিকিট ২ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে। বিভিন্ন শহরের মাল্টিপ্লেক্সে সকালের শো-র টিকিটের দাম এক হাজার টাকা রাখা হয়েছে। কিন্তু টিকিটের দাম এত চড়া হওয়া সত্ত্বেও ‘পাঠান’-এর অগ্রিম বুকিং অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবির হিন্দি আর তেলেগু সংস্করণের টিকিট সব থেকে বেশি বিক্রি হচ্ছে। এক রিপোর্ট অনুযায়ী, কিং খান আর দীপিকা পাড়ুকোন অভিনীত ছবিটি এখন পর্যন্ত ১৪ দশমিক ৬৬ কোটি টাকা আয় করেছে।

‘পাঠান’ ছবিকে ঘিরে বিতর্কের শেষ নেই। এই ছবির ‘বেশরম রং’ গানটি মুক্তি পাওয়ার পর নেট দুনিয়ায় আগুন ঝরে পড়েছে। বিশেষ করে এই গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনির জন্য ধর্ম অবমাননার অভিযোগ তুলেছে বেশ কিছু রাজনৈতিক দল। ‘পাঠান’-কে ঘিরে বর্জনের ডাক উঠেছে নেট পাড়ায়। গুজরাট, আসামসহ বেশ কিছু রাজ্যের শহরে শাহরুখের ছবিটিকে ঘিরে অসন্তোষ প্রকাশ করছে ধর্মীয় সংগঠন। তবুও ‘পাঠান’ সব বিতর্ককে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে এখনই বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

এখনো নানার জন্য মন কাঁদে নাতির
***********************************************************************
নিজেদের নাম ছাপিয়ে দর্শকদের কাছে তাঁরা নানা-নাতি হিসেবে পরিচিতি পেয়েছেন। অভিনয় থেকেই নানা অমল বোস ও নাতি নিপুর বোঝাপড়া, পারস্পরিক সম্পর্ক গড়িয়েছিল পরিবারের মতো। একজনকে ছাড়া যেন অন্যজন অসম্পূর্ণ। যেখানেই যেতেন দর্শকদের ভালোবাসা পেতেন নানা-নাতি। সেই জনপ্রিয় জুটি ভেঙে যায় ২০১২ সালে আজকের দিনে। ২৩ জানুয়ারি মারা যান অমল বোস। নানাকে ছাড়া কেমন আছেন নাতি?

অমল বোসের প্রয়াণ দিবসে আজ তাঁকে স্মরণ করলেন নিপু। প্রথম আলোকে বললেন, ‘এ দিনটির কথা কখনোই ভুলবেন না। এই দিনেই আমি নানাকে হারিয়ে একা হয়েছি।

আমাদের জনপ্রিয় জুটি ভেঙেছে।’ নিপু আরও বলেন, ‘প্রতিটা মুহূর্তে নানাকে আমি মিস করি। যেখানেই যাই, দর্শক এখনো বলেন, ওই যে নানার নাতি যায়। তখন মনে হয়, নানা আমার সঙ্গে আছেন। একসঙ্গে অভিনয় করে এমন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর হয়েছে কি না, আমার জানা নেই। আমি আর দাদা ছিলাম মানিকজোড়। দর্শক আমাদের নানা-নাতি হিসেবে চিনলেও আমি অমল দা-কে সব সময় দাদা বলতাম।’

প্রায় দুই যুগ আগে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ দিয়েই তাঁদের পরিচয়। নিপু বলেন, ‘১৯৯৫ সালের শুরুর দিকে হবে সম্ভবত, আমরা নানা-নাতির চরিত্রে অভিনয় করি। তখন আমি কিছুই জানতাম না। কিন্তু অমল দা আমাকে অনেক কিছু শিখিয়ে দিতেন। কীভাবে কথা বলতে হয়, অভিনয় করতে হয়। কীভাবে মাইক্রোফোন ধরতে হয়। তখন বুঝতাম, মানুষটা ভালো অভিনেতাই নন, ভালো একজন মানুষও। তার পর থেকে সখ্য বাড়তে থাকে। একসঙ্গে আড্ডা দিতাম, ছুটে চলতাম দেশের আনাচকানাচে। তাঁর মৃত্যুর আগপর্যন্ত আমরা অভিনয় করেছি। মাঝে ইত্যাদির অনুষ্ঠানে বৈচিত্র্য আনার জন্য আমরা একসঙ্গে অন্যভাবে পর্দায় আসতাম, সেটা খুবই কম। এগুলো দর্শক মনে রাখতেন। পরে বুঝতাম, দর্শক নানা-নাতিকে মিস করেন।’

ইত্যাদিতে অভিনয় করে আলোচিত হন অমল বোস ও নিপু। তাঁদের জনপ্রিয়তার কারণে নানা-নাতিকে ছুটতে হতো দেশের নানা প্রান্তে অনুষ্ঠান করতে। ভক্তরা কাছে পেয়ে ঝাঁপিয়ে পরতেন। সেগুলো এখনো নিপুর কাছে স্মরণীয় ঘটনা। নিপু বলেন, ‘এখনো নানার জন্য মন কাঁদে। এখনো গভীর রাতে নানাকে মনে পড়ে। নানাকে দেখতে ইচ্ছা হয়। তখন আমাদের একসঙ্গে অভিনয় করা ইত্যাদির পর্বগুলো দেখি। মনে হয়, এখনো নানা বেঁচে আছেন, এখনো পেছন থেকে ‘নিপু’ বলে ডাক দেবেন। আমাকে অভিনয় শেখাবেন।

আমাকে বলতেন, “দর্শকেরাই শিল্পীর প্রাণ। তাঁদের সঙ্গে ভালো ব্যবহার করবি।” এমনকি জীবন কীভাবে চালিয়ে যেতে হবে, সেটাও শেখাতেন। আমল দার জন্য সবার কাছে দোয়া চাই।’

জীবদ্দশায় অমল বোসের পরিবারের সঙ্গেও খুব ভালো সম্পর্ক ছিল নিপুর। ফুরসত পেলেই ছুটে যেতেন নানাবাড়িতে। নিপুর ভাষ্যে, ‘নানার বাড়ির অন্যান্য নাতি-নাতনিরাও আমাকে খাতির করতেন। কিন্তু নানা মারা যাওয়ার পর তার একমাত্র মেয়ে সেই আগের বাসায় থাকেন না। কোথায় থাকেন, খোঁজার চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। কারও ফোন নম্বরও নেই। এখনো ইচ্ছা করে নানার পরিবারের অন্যদের সঙ্গে দেখা করি। তাঁদের মিস করি।’

নানাকে নিয়ে একটি আক্ষেপ এখনো পোড়ায় নিপুকে। তিনি জানান, নানা মাছ খেতে চেয়েছিলেন। পরে মাছ খাওয়াতে পারেননি। তবে পছন্দের ফলমূল খাওয়াতেন।
জনপ্রিয় অভিনেতা অমল বোসের জন্ম ফরিদপুর জেলার বোয়ালমারীতে। ষাটের দশক থেকে তিনি মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। অবসর, শৈবাল, রংধনু নাটকের দলগুলোর সঙ্গে জড়িত ছিলেন। সেই সময় তাঁর অভিনয় শুরু হয় পাড়ার যাত্রাদলের মঞ্চনাটক দিয়ে। এভাবেই তিনি ঢাকার বিভিন্ন স্থানে মঞ্চে অভিনয় করে পরিচিত হয়ে উঠতে থাকেন।

১৯৬৬ সালে ‘রাজা সন্ন্যাসী’ সিনেমা দিয়ে বড় পর্দায় নাম লেখান অমল বোস। নীল আকাশের নিচে, অবিচার, হঠাৎ বৃষ্টি, আমি সেই মেয়ে, তোমাকে চাই, মন মানে না, শ্বশুরবাড়ী জিন্দাবাদসহ অনেক ছবিতে অভিনয় করেছেন। তাঁকে কখনো দেখা যেত খল চরিত্রে, কখনো বাবা, পুলিশসহ সব চরিত্রেই তাঁর অভিনয় ছিল মনে রাখার মতো।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Magazine
Magazine
3 سال

এক কনসার্টের জন্য ২৫৩ কোটি টাকা পারিশ্রমিক
***********************************************************************
অনেক দিন গানে নিয়মিত ছিলেন না। স্বভাবতই দীর্ঘ বিরতির পর গত বছর মুক্তি পাওয়া বিয়ন্সের অ্যালবাম ‘রেনেসাঁ’ ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। সমালোচকদের প্রশংসা জোটে, প্রিয় শিল্পীর গান ভালোবাসায় ভরিয়ে দেন ভক্তরা। এ সময়ের অন্যতম জনপ্রিয় গায়িকা বিয়ন্সে এবার গাইতে এসেছিলেন সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। সেই কনসার্টের জন্য বিয়ন্সে যে পারিশ্রমিক নিয়েছেন, তা চমকে দিতে যথেষ্ট।

দুবাই অনেক দিন ধরেই সারা দুনিয়ার পর্যটকদের কাছে জনপ্রিয় গন্তব্য। শহরটিতে তাই একের পর এক গড়ে উঠেছে বিলাসবহুল হোটেল। আটলান্টিস দ্য রয়্যাল তেমনই একটি। নতুন এই বিলাসবহুল হোটেলেই গত শনিবার পারফর্ম করেন বিয়ন্সে। এদিন গায়িকা হাজির হয়েছিলেন হলুদ গাউনে। কনসার্টটিতে গায়িকা পারফর্ম করেন তাঁর আলোচিত গান ‘ব্রাউন স্কিন গার্ল’। যে গানে মায়ের সঙ্গে পারফর্ম করেন বিয়ন্সের এগারো বছর বয়সী কন্যা আইভি কার্টারও।

তবে ভিন্ন একটি কারণে এই কনসার্টে অংশ নিয়ে খবরের শিরোনামে বিয়ন্সে। দুবাইয়ের কনসার্টে গাওয়ার জন্য ২ কোটি ২৪ লাখ ডলার নিয়েছেন গায়িকা, যা বাংলাদেশি মুদ্রায় ২৫৩ কোটি টাকার বেশি!
আলোচিত কনসার্টটিতে অবশ্য সাধারণ ভক্তদের অংশগ্রহণের সুযোগ ছিল না, হাজির ছিলেন কেবল আমন্ত্রিত অতিথিরাই।

কনসার্টে গেয়েছিলেন ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’খ্যাত ভারতীয় পরিচালক ফারাহ খান। সামাজিক যোগাযোগমাধ্যমে কনসার্টে যাওয়ার ভিডিও পোস্ট করেছেন তিনি।

গত বছর নতুন অ্যালবাম মুক্তির পর বিয়ন্সে এখন প্রস্তুতি নিচ্ছেন তাঁর বহুল প্রতীক্ষিত ‘রেঁনেসা’ ট্যুরের। পুরো ট্যুরের সময়সূচি ঘোষণা করা হবে আগামী ফেব্রুয়ারি মাসে।

Source: প্রথম আলো

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
James Boss Page
James Boss Page  
3 سال

Alhamdulillah
I have promoted to Assistant Manager PMD at Popular Pharmaceuticals Ltd. Everyone keep me in your prayers.

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
James Boss Page
James Boss Page  
3 سال

Alhamdulillah
I have promoted to Assistant Manager PMD at Popular Pharmaceuticals Ltd. Everyone keep me in your prayers.

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
James Boss Page
James Boss Page  
3 سال

Alhamdulillah
I have promoted to Assistant Manager PMD at Popular Pharmaceuticals Ltd. Everyone keep me in your prayers.

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
James Boss Page
James Boss Page  
3 سال

Alhamdulillah
I have promoted to Assistant Manager PMD at Popular Pharmaceuticals Ltd. Everyone keep me in your prayers.

image
image
image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
avatar

The Shamrat

 
Wow ❤️❤️
پسندیدن
· پاسخ · 1688895512

حذف نظر

آیا مطمئن هستید که می خواهید این نظر را حذف کنید؟

James Boss
James Boss  
3 سال

Alhamdulillah
I have promoted to Assistant Manager PMD at Popular Pharmaceuticals Ltd. Everyone keep me in your prayers.

image
پسندیدن
اظهار نظر
اشتراک گذاری
Showing 12361 out of 19482
  • 12357
  • 12358
  • 12359
  • 12360
  • 12361
  • 12362
  • 12363
  • 12364
  • 12365
  • 12366
  • 12367
  • 12368
  • 12369
  • 12370
  • 12371
  • 12372
  • 12373
  • 12374
  • 12375
  • 12376

ویرایش پیشنهاد

افزودن ردیف








یک تصویر را انتخاب کنید
لایه خود را حذف کنید
آیا مطمئن هستید که می خواهید این ردیف را حذف کنید؟

بررسی ها

برای فروش محتوا و پست های خود، با ایجاد چند بسته شروع کنید. کسب درآمد

پرداخت با کیف پول

هشدار پرداخت

شما در حال خرید اقلام هستید، آیا می خواهید ادامه دهید؟

درخواست بازپرداخت