Linkeei Linkeei
    #best #tructiepbongda #bongdatructuyen #software #xembongda
    Pencarian Lanjutan
  • Gabung
  • Daftar

  • Mode malam
  • © {tanggal} {nama_situs}
    Tentang • Direktori • Hubungi kami • Pengembang • Kebijakan pribadi • Syarat Penggunaan • Pengembalian dana • Linkeei App install

    Pilih Bahasa

  • Arabic
  • Bengali
  • Chinese
  • Croatian
  • Danish
  • Dutch
  • English
  • Filipino
  • French
  • German
  • Hebrew
  • Hindi
  • Indonesian
  • Italian
  • Japanese
  • Korean
  • Persian
  • Portuguese
  • Russian
  • Spanish
  • Swedish
  • Turkish
  • Urdu
  • Vietnamese

Jam tangan

Jam tangan Gulungan Film

Acara

Jelajahi Acara Acara saya

Blog

Jelajahi artikel

Pasar

Produk Terbaru

halaman

Halaman Saya Halaman yang Disukai

Lagi

Forum Mengeksplorasi postingan populer permainan Pekerjaan Penawaran
Gulungan Jam tangan Acara Pasar Blog Halaman Saya Lihat semua

Menemukan posting

Posts

Pengguna

halaman

Kelompok

Blog

Pasar

Acara

permainan

Forum

Film

Pekerjaan

Magazine
Magazine
3 tahun

ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারের বিজ্ঞাপনী আয়ে ধস
***********************************************************************
গত বছরের ২৭ অক্টোবরে টুইটারের মালিকানা নিজের করে নেওয়ার পরপরই গণহারে কর্মী ছাঁটাই করেন ইলন মাস্ক। তাঁর বিভিন্ন হঠকারী সিদ্ধান্তের কারণে কর্মীদের পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে খুদে ব্লগ লেখার সাইটটির আয়ও কমে গেছে। বিজ্ঞাপন গবেষণা সংস্থা স্ট্যান্ডার্ড মিডিয়া ইনডেক্সের (এসএমআই) তথ্যমতে, গত ডিসেম্বরে আগের বছরের তুলনায় টুইটারে বিজ্ঞাপন কমেছে প্রায় ৭১ শতাংশ। গত নভেম্বরে কমেছে প্রায় ৫৫ শতাংশ।

বিজ্ঞাপন গবেষণা সংস্থা প্যাথমেটিকসের ধারণা, স্থগিত অ্যাকাউন্টগুলো সচল হওয়ার পাশাপাশি টুইটারে বিভিন্ন ভুয়া অ্যাকাউন্ট অর্থের বিনিময়ে নীল টিক পাওয়ায় বিজ্ঞাপনে পরিমাণ কমে গেছে। শুধু তা–ই নয়, ইলন মাস্ক দায়িত্ব নেওয়ার পর টুইটারে সবচেয়ে বেশি বিজ্ঞাপন দেওয়া ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ১৪টি সব ধরনের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিয়েছে।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ইনফরমেশন জানিয়েছে, গত সপ্তাহে কর্মীদের এক সভায় টুইটারের এক কর্মকর্তা জানিয়েছেন, বিজ্ঞাপন কম থাকায় ২০২১ সালের তুলনায় গত বছরের চতুর্থ প্রান্তিকে টুইটারের আয় প্রায় ৩৫ শতাংশ কম হয়েছে।

বিজ্ঞাপনের পরিমাণ বাড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে টুইটার। নতুন এ উদ্যোগের আওতায় বিজ্ঞাপনদাতারা কিছু বিজ্ঞাপন বিনা মূল্যে দিতে পারবেন। শুধু তা–ই নয়, পুনরায় রাজনৈতিক বিজ্ঞাপনও দেখাবে টুইটার।
সূত্র: এনডিটিভি, রয়টার্স

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

‘এখানে শিল্পীদের কোনো হাত নেই’
***********************************************************************
কলকাতার ছবি দিয়ে নতুন বছরের যাত্রা শুরু হয়েছে ঢাকাই ছবির নায়িকা নুসরাত ফারিয়ার। টলিউডের সিনেমা ‘ভয়’ প্রেক্ষাগৃহে মুক্তির আগে ওটিটিতে মুক্তি পেয়েছে। আজ ওটিটিতে ছবিটি মুক্তি পেয়েছে। সিনেমাটি আমদানি করে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও মুক্তির কথা রয়েছে।

সিনেমাটির আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল, সেটি প্রেক্ষাগৃহে পেলে ভালো হতো বলে মনে করেন ফারিয়া। তিনি বলেন, ‘সিনেমার নায়ক-নায়িকারা চান, তাঁদের সব ছবিই আগে প্রেক্ষাগৃহে মুক্তি পাক। কারণ, প্রেক্ষাগৃহে সিনেমার গন্ধই আলাদা। প্রেক্ষাগৃহে শিল্পীদের সঙ্গে দর্শকের সরাসরি প্রতিক্রিয়া পাওয়া যায়। একটা অন্য রকমের ব্যাপার কাজ করে। সেটা হচ্ছে না এই সিনেমার ক্ষেত্রে।’

ওটিটিতে কেন মুক্তি পাচ্ছে, জানতে চাইলে ঢাকাই ছবির এই নায়িকা বলেন, ‘এখানে তো শিল্পীদের হাত নেই। এটি প্রযোজক ও পরিচালকের ওপর নির্ভর করে। ছবি নির্মাণের পর কোথায় চলবে, সেটি তাঁরাই নির্ধারণ করেন। কোভিডের আগে শুটিং শুরু হয়। দীর্ঘদিন বন্ধ থাকার পর মাস তিনেক আগে ছবির শুটিং শেষ হয়েছে। অনেক দিন হয়ে গেছে, এ কারণেই হয়তো ওটিটিতে ছবিটি আগে ছেড়ে দেওয়া হচ্ছে। তা ছাড়া আমার “যদি কিন্তু তবুও” ছবিটিও আগে প্রেক্ষাগৃহে মুক্তির কথা ছিল, হয়নি। ওটিটিতে আগে হয়েছে।’

আগে ওটিটিতে মুক্তিতে আফসোস নেই ফারিয়ার। তিনি বলেন, ‘ছবির মেরিট ভালো হলে ওটিটিতে মুক্তি পেলেও দর্শকের সাড়া পাওয়া যাবে। মানুষের কাছে পৌঁছানো যাবে, এটি আমার বিশ্বাস।’

এই নায়িকা জানান, ওটিটিতে মুক্তির পর দুই বাংলায় প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে ছবিটি। তিনি বলেন, ‘আমার জানামতে, ওটিটিতে মুক্তির মাস তিনেকের মাথায় পশ্চিম বাংলায় প্রেক্ষাগৃহের মুক্তির পাবে ছবিটি। পরপরই আমদানিতে বাংলাদেশে আসবে। আমিও চেয়েছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাক ছবিটি। কারণ, ভক্ত-দর্শকদের সঙ্গে নতুন বছরে প্রেক্ষাগৃহে সাক্ষাতের সুযোগ হবে আমার।’
প্রেম-প্রতিশোধের গল্প নিয়ে ‘ভয়’। এতে ফারিয়ার বিপরীতে অভিনয় করেছেন অঙ্কুশ। ছবিটি পরিচালনা করেছেন রাজা চন্দ।

‘ভয়’ কলকাতার তৃতীয় মুক্তি পাওয়া ছবি ফারিয়ার। এর আগে ‘ইন্সপেক্টর নটি কে’ ও ‘বিবাহ অভিযান’ ছবি দুটি মুক্তি পায় তাঁর। ‘আবারও বিবাহ অভিযান’ ও ‘রকস্টার’ নামে কলকাতার আরও দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে বাংলাদেশি এই অভিনেত্রীর।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

‘পাঠান’ নিয়ে মুখ খুললেন কঙ্গনা, আবারও উসকে দিলেন বিতর্ক
***********************************************************************
শাহরুখ খানের ‘পাঠান’ ছবিকে ঘিরে সারা ভারত উত্তাল। এই ছবিকে ঘিরে শুধু সাধারণ মানুষ নয়, বিটাউন তারকারাও নিজেদের প্রতিক্রিয়া জানাচ্ছেন। এ তালিকায় আছে বলিউড নায়িকা কঙ্গনা রনৌতের নামও। বিটাউনের এই আলোচিত-সমালোচিত নায়িকা ‘পাঠান’ নিয়ে একাধিক পোস্টের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঠোঁটকাটা বলে বেশ দুর্নাম আছে কঙ্গনার। বিতর্কিত মন্তব্য করে প্রায়ই চর্চায় উঠে আসেন এই নায়িকা। বিতর্কিত পোস্টের কারণেই ২০২১ সালে টুইটার কর্তৃপক্ষ তাঁর অ্যাকাউন্টটি বন্ধ করে দিয়েছিল। সম্প্রতি নিজের টুইটার অ্যাকাউন্টটি ফিরে পেয়েছেন কঙ্গনা। আর টুইটার–সাম্রাজ্যে ফিরেই ‘পাঠান’ ছবিকে ঘিরে পরপর তিনটি টুইট করেছেন তিনি।

কঙ্গনা তাঁর টুইটারে লিখেছেন, ‘যাঁরা দাবি করছেন যে “পাঠান”ঘৃণাকে হারিয়ে ভালোবাসাকে জয় করল, আমি তাঁদের সঙ্গে সহমত। কিন্তু কোন ঘৃণাকে হারিয়ে কোন ভালোবাসার জয়? কারা টিকিট কিনছে? কারা ছবিটাকে সফল করছে? এটা হচ্ছে ভারতের ভালোবাসা, যেখানে ৮০ শতাংশ হিন্দু বাস করে। আর তারপরও ছবির নাম “পাঠান”।’

কঙ্গনা আরও লিখেছেন, ‘আমি মনে করি, ভারতীয় মুসলিমরা দেশভক্ত, আফগানের পাঠানদের থেকে অনেকটাই আলাদা। আসল কথা হলো যে ভারত কোনো দিনই আফগানিস্তান হবে না। আমরা সবাই জানি আফগানিস্তানে কী হচ্ছে। তাই কাহিনি হিসেবে “পাঠান”-এর আসল নাম হলো “ভারতীয় পাঠান”।’ এর সঙ্গে কঙ্গনা হাত জোড় করা এক ইমোজি দিয়েছেন।

এর আগে কঙ্গনা তাঁর ‘ইমার্জেন্সি’ ছবির শুটিং শেষের পার্টির সময় ‘পাঠান’ ছবির প্রশংসা করেছিলেন। কিন্তু হঠাৎই তাঁর সুর বদলে গেছে বলে মনে হচ্ছে। কঙ্গনার এই টুইটকে ঘিরে একজন মন্তব্য করেছেন, ‘হঠাৎ এমন কোন ইমার্জেন্সি এল যে আপনাকে টুইটারে ফিরে আসতে হলো?’ আরেকজন লিখেছেন, ‘“পাঠান” হিট হয়ে গেছে।’

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তি নিয়ে যা বললেন ওবায়দুল কাদের
***********************************************************************
বলিউড তারকা শাহরুখ খানের আলোচিত সিনেমা ‘পাঠান’ বাংলাদেশের সিনেমা হলে মুক্তির আবেদন নিয়ে আলোচনার মধ্যে সিনেমাটি নিয়ে কথা বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি সুফিয়া কামাল হলে সরস্বতী পূজার বাণী অর্চনার অনুষ্ঠানে সাংবাদিকদের সামনে আসেন ওবায়দুল কাদের। ‘পাঠান’ সিনেমা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমার মনে হয় এটা ভালো, দেওয়া-নেওয়া ভালো। বিনিময়ের মাধ্যমে আমরা আরও সমৃদ্ধ হব।’

গত বুধবার ভারতজুড়ে মুক্তি পেয়েছে যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মাতা সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমা ‘পাঠান’। মুক্তির পর দুই দিনেই ১৩০ কোটি ব্যবসা করেছে সিনেমাটি। শাহরুখ খান ছাড়াও এতে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম।
সাফটা চুক্তির আওতায় সিনেমাটি আমদানি করে বাংলাদেশে মুক্তি দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে আবেদন করেছিল ঢাকার পরিবেশক ও প্রযোজনা সংস্থা অ্যাকশান কাট অ্যান্টারটেইনমেন্ট। আবেদন আমলে নিয়ে আমদানি-রপ্তানি কমিটির সদস্যদের নিয়ে বৈঠক ডেকেছিল মন্ত্রণালয়, নীতিমালাসংক্রান্ত জটিলতায় সিনেমাটি এখনো আমদানির অনুমতি দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে, সেই ব্যাখ্যার আলোকে সিনেমাটি আমদানির বিষয়ে সিদ্ধান্ত নেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

‘পাঠান’ ছাড়াও বাংলা সিনেমা নিয়েও কথা বলেছেন ওবায়দুল কাদের। দেশের সিনেমা দেখেন?—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলা সিনেমা একসময় দেখতাম। আমাদের দেশের ‘সুতরাং’ পর্যন্ত দেখেছি। আমি উত্তম-সুচিত্রার ছবি বেশি দেখতাম। আমার মনে হয়, তাঁরা বাংলা সিনেমার সেরা অভিনয়শিল্পী। বাংলাদেশের রহমান-শবনম জুটিটা ভালো ছিল, তাঁদের সিনেমা দেখেছি। রহমানকে অনেকে চেনেও না, শবনম এখনো বেঁচে আছেন। সাংঘাতিক হিট নায়িকা ছিলেন। ববিতা, শাবানা, রাজ্জাক, নাদিমের ছবি মাঝেমধ্যে দেখা হতো।’

এ ছাড়া সরকারি অনুদানে নির্মিত ‘বীরকন্যা প্রীতিলতা’ সিনেমা নিয়েও কথা বলেন ওবায়দুল কাদের, সিনেমাটি আগামী ৩ ফেব্রুয়ারি হলে মুক্তি পাচ্ছে। বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের ওপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে সিনেমাটি নির্মাণ করছেন নির্মাতা প্রদীপ ঘোষ। এতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

গোপনেই বিয়ে সারলেন ভিভ রিচার্ডস-নীনা গুপ্তার কন্যা
***********************************************************************
ক্রিকেট মাঠের ২২ গজের অন্যতম সাহসী ব্যাটসম্যান ভিভ রিচার্ডস, ভারতীয় অভিনেত্রী নীনা গুপ্তার সাহসও কম নয়। সেই আশির দশকের শেষ থেকে ‘আনওয়েড মাদার’ হিসেবে ভারতে মেয়েকে বড় করা কম সাহসের নয়। ডিজাইনার মাসাবা গুপ্তাকে ভিভ আর নীনা গুপ্তার সন্তান সেটা এত দিন জানতে কারও বাকি নেই। এও জানা যে ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে বিয়ে না করেই মা হয়েছিলেন নীনা। আর সেটা তিনি বলেছেন অকপটে। নতুন খবর হলো ভিভ-নীনার কন্যার মাসাবা গুপ্তা বিয়ে করেছেন। বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যম জানিয়েছেন তিনি নিজেই।

বিয়ের কথা ইনস্টাগ্রামে প্রকাশ করলেও বিয়েটা গোপনেই সেরেছেন মাসাবা। জানা গেছে গত ২৬ জানুয়ারি অভিনেতা সত্যদীপ মিশ্রকে বিয়ে করেন তিনি।
২০২০ সাল থেকেই মাসাবা ও সত্যদীপের প্রেম চলছিল। নেটফ্লিক্সের শো ‘মাসাবা মাসাবা’র সেটে দুজনের পরিচয়, তিন বছর পরে এসে যা গড়াল পরিণতিতে।
বিয়ের ছবি শেয়ার করে মাসাবা লিখেছেন, ‘আমার শান্ত সমুদ্রকে বিয়ে করেছি।’ বিয়ের দিন গোলাপি লেহেঙ্গায় সেজেছিলেন মাসাবা। সত্যদীপ পরেছিলেন গোলাপি রঙের শেরওয়ানি।

মাসাবার শেয়ার করা আরেকটি ছবিতে পরিবারের আরও সদস্যদের দেখা গেছে। যেখানে ছিলেন তাঁর বাবা ভিভ রিচার্ডসও। বিয়ের খবর শেয়ার করার পর আথিয়া শেঠি, আয়ুষ্মান খুরানা, পরিণতি চোপড়াসহ অনেক বলিউড তারকা মাসাবাকে অভিনন্দন জানিয়েছেন।

সত্যদীপের সঙ্গে প্রেমের খবর গোপন রাখেননি মাসাবা, নিয়মিতই একসঙ্গে ছবি পোস্ট করতেন। তবে বিয়ের কথা ঘুণাক্ষরেও জানতে পারেনি কেউ।

সত্যদীপ বলিউডের পরিচিত মুখ। ‘নো ওয়ান কিলড জেসিকা’, ‘বম্বে ভেলভেট’, ‘বিক্রম বেদা’য় দেখা গেছে তাঁকে। অভিনয় করেছেন ‘মাসাবা মাসাবা’, ‘তাণ্ডব’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজেও।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Magazine
Magazine
3 tahun

প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’–এ গাইলেন সায়ান
***********************************************************************
দেড় যুগের বেশি সময় ধরে গান করছেন ফারজানা ওয়াহিদ সায়ান। কথাপ্রধান গানে সামাজিক নানা অসংগতি ও সমসাময়িক বিষয় তুলে এনে শ্রোতা মহলে পরিচিতি পেয়েছেন তিনি। আজ বিকেলে প্রথম আলোর নিয়মিত আয়োজন ‘মিউজিক@ডেস্ক’-এ সুরের মায়াজাল ছড়ালেন শিল্পী।

ঢাকার প্রথম আলো কার্যালয়ের সপ্তম তলায় বিকেল চারটার দিকে কর্মীদের সামনে আসেন সায়ান। গানে যাওয়ার আগে বলেন, ‘খুব সুন্দর একটি আয়োজন, আমি আন্তরিকভাবে উজ্জীবিত ও কৃতজ্ঞ। এখানে গান করার আনন্দটা অন্য রকম।’

শুরুতেই গাইলেন নিজের আলোচিত গান ‘আমি মুসলমানের মেয়ে’, কথার সঙ্গে তাল মিলিয়ে গিটারে নাচল সায়ানের আঙুল। গান শেষে জোর করতালিতে তাঁকে অভিবাদন জানালেন দর্শকেরা। এরপর পরিবেশন করলেন রবীন্দ্রনাথ ও নজরুলকে নিয়ে লেখা গান ‘দুচোখ দিয়েই দেখো’। একে একে ‘জনতার বেয়াদবি’, ‘এটাই আমার রাজনীতি, আমি একা একা হাঁটি’, ‘ও নেতা ভাই’, ‘আবরার ফাহাদ’, ও ‘হঠাৎ করেই চোখ পড়েছে’ পরিবেশন করেন সায়ান।

ধারণ করা আয়োজনটি শিগগিরই প্রথম আলোর অনলাইন, ইউটিউব ও ফেসবুক পেজে প্রচার করা হবে। কাজের ফাঁকে কর্মীদের বিনোদন দিতে প্রথম আলোর নিয়মিত আয়োজন মিউজিক@ডেস্ক। প্রতি মাসে একবার করে এ আয়োজন করে আসছে প্রথম আলো। এর আগে গান শুনিয়ে গেছেন অদিতি মহসিন, হায়দার হোসেন, বাপ্পা মজুমদার, রাহুল আনন্দ, কৃষ্ণকলি ইসলাম, কনক আদিত্য ও ঋতুরাজ বৈদ্য।

Source: প্রথম আলো

image
Suka
Komentar
Membagikan
Nasir Uddin
Nasir Uddin
3 tahun
জীবন নাটকের চেয়েও নাটকীয়
Suka
Komentar
Membagikan
Opekkha : অপেক্ষা
Opekkha : অপেক্ষা  
3 tahun

image
Suka
Komentar
Membagikan
bangla pratidin
bangla pratidin
3 tahun

#

দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি : রাজশাহীতে তথ্যমন্ত্রী - বাঙলা প্রতিদিন
Favicon 
banglapratidin.net

দম ফুরিয়ে এখন হাঁটার পথ ধরেছে বিএনপি : রাজশাহীতে তথ্যমন্ত্রী - বাঙলা প্রতিদিন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল
Suka
Komentar
Membagikan
bangla pratidin
bangla pratidin
3 tahun

#

পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে : মোস্তাফা জব্বার - বাঙলা প্রতিদিন
Favicon 
banglapratidin.net

পৃথিবী পঞ্চম শিল্প বিপ্লবে প্রবেশ করেছে : মোস্তাফা জব্বার - বাঙলা প্রতিদিন

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অবিচল
Suka
Komentar
Membagikan
Showing 12456 out of 19613
  • 12452
  • 12453
  • 12454
  • 12455
  • 12456
  • 12457
  • 12458
  • 12459
  • 12460
  • 12461
  • 12462
  • 12463
  • 12464
  • 12465
  • 12466
  • 12467
  • 12468
  • 12469
  • 12470
  • 12471

Sunting Penawaran

Tambahkan tingkat








Pilih gambar
Hapus tingkat Anda
Anda yakin ingin menghapus tingkat ini?

Ulasan

Untuk menjual konten dan postingan Anda, mulailah dengan membuat beberapa paket. Monetisasi

Bayar Dengan Dompet

Peringatan Pembayaran

Anda akan membeli item, apakah Anda ingin melanjutkan?

Minta Pengembalian Dana