হঠাৎ যুক্তরাষ্ট্রে অপু, ‘খুব মিস’ করছেন কাকে
***********************************************************************
দেশের প্রেক্ষাগৃহে এখন প্রদর্শিত হচ্ছে অপু বিশ্বাস অভিনীত ‘প্রেম প্রীতির বন্ধন’ ছবিটি। এর মধ্যে হঠাৎ অপু বিশ্বাসকে দেখা গেল ইউনিভার্সেল স্টুডিওতে। সেখান থেকে ফেসবুক লাইভ করছেন। বুঝতে বাকি রইল না, অপু এই মুহূর্তে আছেন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে লস অ্যাঞ্জেলেসের একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে একফাঁকে ঘুরতে যান সেখানকার ইউনিভার্সেল স্টুডিওতে। ভালো লাগার পাশাপাশি সেখানে গিয়ে তিনি তাঁর সবচেয়ে প্রিয়জনকে মিস করার অনুভূতি ফেসবুক লাইভে জানান।
গত সপ্তাহের শেষ দিকে অপু বিশ্বাস লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন। সেখানে তিনি ডাউনটাউনের একটি পাঁচতারা হোটেলে উঠেছেন। পরদিন সকালে ঘুরতে বের হন ইউনিভার্সেল স্টুডিও। ফেসবুক লাইভে অপু বিশ্বাস জানান, সকাল থেকেই লস অ্যাঞ্জেলেসে বৃষ্টি হচ্ছিল। তাই ইউনিভার্সেল স্টুডিও যাওয়ার ব্যাপারে সন্দিহান ছিলেন তিনি।
তারপরও একটা সময় ঠিকই ঘুরতে বের হন। একটা পর্যায়ে অপু ইউনিভার্সেল স্টুডিওতে গিয়ে তাঁর মুগ্ধতার কথা জানান। একই সঙ্গে তাঁর সবচেয়ে প্রিয়জনকে মিস করার কথাটিও ফেসবুক লাইভে বলেন এভাবে, ‘আমি খুব লাকি যে আসতে পেরেছি। ভীষণ ভালো লাগছে।
সিনেমার মানুষ হিসেবে এই জায়গায় আসাটা আরও বেশি ভালো লাগার। তবে খুব মিস করছি জয়কে (আব্রাহাম খান জয়)। বাবা, তুমি থাকলে বেশি ভালো লাগত আমার। ফার্স্ট টাইম মা এখানে, তাই বুঝতে পারিনি। আমি তোমাকে শিগগিরই নিয়ে আসব বাবা।’
ইউনিভার্সেল স্টুডিওর হ্যারি পটার শোরুমের পাশ দিয়ে যাওয়ার সময় অপু বলেন, ‘হ্যারি পটার আমার ছেলের অনেক প্রিয়। ও সঙ্গে থাকলে খুব ভালো লাগত।’
জানা গেছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’তে অংশ নিতে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন তারকা এখন লস অ্যাঞ্জেলেসে। সেখানকার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলেসের (বাফলা) উদ্যোগে হয় এই আয়োজন। ৬ ও ৭ মে অনুষ্ঠিত হবে প্যারেড শো। এই আয়োজনের উপস্থাপনা করবেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে ৯ মে লস অ্যাঞ্জেলেস ছাড়বেন অপু।
Source: প্রথম আলো
সবাইকে টপকে আবারও শীর্ষে সামান্থা
***********************************************************************
তাঁর শেষ ছবিটা মোটেও ভালো চলেনি। কিন্তু তাতে হয়েছেটা কী? দক্ষিণি নায়িকা সামান্থা রুথ প্রভুর জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং তাঁর জনপ্রিয়তা ক্রমশ বেড়েই চলেছে। এবার আবারও এই অভিনেত্রীর জনপ্রিয়তার প্রমাণ পাওয়া গেল।
সামান্থা রুথ প্রভু দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় নায়িকা। কিন্তু এখন তাঁর জনপ্রিয়তা দক্ষিণের বেড়া টপকে সারা দেশে ছড়িয়ে পড়েছে। এমনকি জনপ্রিয়তার দৌড়ে দেশের সেরা তারকাদের পেছনে ফেলে দিয়েছেন তিনি। আর তা কতখানি সত্যি আইএমডিবির তালিকায় চোখ রাখলেই জানা যাবে। আইএমডিবির সমীক্ষা অনুযায়ী এবারও সবচেয়ে জনপ্রিয় ভারতীয় তারকা হলেন সামান্থা। শুধু তা–ই নয়, আরম্যাক্স মিডিয়া রেটিং এজেন্সির তালিকাতে টানা কয়েক বছর ধরে শীর্ষে আছেন এই দক্ষিণি রূপসী। আরম্যাক্সের নিরিখে ভারতীয় নায়িকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলেন সামান্থা।
সম্প্রতি সামান্থাকে লন্ডনে আয়োজিত অ্যামাজন প্রাইম ভিডিওর স্পাই থ্রিলার ধর্মী ওয়েবসিরিজ ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে দেখা গিয়েছিল। এই আসরে কালো পোশাকে উষ্ণতা ছড়িয়ে ছিলেন তিনি। ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে তাঁর নানা ছবি নেট–জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছিল।
অ্যামাজন প্রাইম-এর অত্যন্ত জনপ্রিয় ওয়েবসিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান টু’র পর সামান্থার জনপ্রিয়তা সারা ভারতে ছড়িয়ে পড়েছিল।
এরপর ‘পুষ্পা’ ছবিতে তাঁর আইটেম নাম্বার হাজার হাজার তরুণের ঘুম হারাম করেছিল। ‘যশোদা’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়ে ছিলেন সামান্থা। তাঁকে শেষ পর্দায় দেখা গেছে প্যান ইন্ডিয়া ছবি ‘শকুন্তলম’-এ। এই ছবিতে তাঁর অভিনয় সমালোচকদের মনে ধরেছে। কিন্তু বক্স অফিসে ছবিটি ভালো আয় করতে পারেনি।
ছবিটির বাণিজ্যিক ব্যর্থতার কারণে প্রযোজকদের প্রায় ২২ কোটি রুপির মতো আর্থিক ক্ষতির মুখ দেখতে হয়েছে বলে শোনা যাচ্ছে। সামান্থা এখন ব্যস্ত ‘সিটাডেল’-এর ভারতীয় সংস্করণের শুটিংয়ে। এই সিরিজে তাঁর বিপরীতে আছেন বলিউড নায়ক বরুণ ধাওয়ান। সামান্থাকে সিরিজটিতে হাড় হিম করা অ্যাকশন করতে দেখা যাবে।
এদিকে বলিপাড়ায় আর একটা ফিসফিস শোনা যাচ্ছে। সামান্থা নাকি এবার আনুশকা শর্মার ব্যানার ‘ক্লিন স্লেট ফিল্মজ’-এর সঙ্গে কাজ করতে চলেছেন। তাঁকে প্রযোজনা সংস্থাটির নারীপ্রধান একটি ওয়েব সিরিজ বা ছবিতে দেখা যাবে।
Source: প্রথম আলো
যে কারণে শাহরুখের পরের ছবি মুক্তি নিয়ে অনিশ্চয়তা
***********************************************************************
২০২৩ সালে মুক্তি পাওয়া তিন ছবি দিয়ে চার বছরের বিরতি পুষিয়ে দেবেন শাহরুখ খান, চলতি বছর শুরুর আগে শাহরুখ-ভক্তদের এমন মন্তব্যে সরগরম ছিল সামাজিক যোগাযোগমাধ্যম। বছরের শুরুতেই যে কথার প্রতিফলন দেখা গেছে। গত ২৫ জানুয়ারি মুক্তির পর হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছে শাহরুখ অভিনীত ‘পাঠান’। আগে ঘোষণা দেওয়া হয় চলতি বছরের ২ জুন ও ২৫ ডিসেম্বর মুক্তি পাবে তাঁর অন্য দুই সিনেমা ‘জওয়ান’ ও ‘ডানকি’। তবে মুক্তির মাত্র এক মাস আগে ‘জওয়ান’ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। খবর বলিউড হাঙ্গামার আগামী ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘জওয়ান’, তার ঠিক এক মাস আগে ২ মে মুক্তি পাবে ছবিটির টিজার। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বিভিন্ন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন খবর করেছিল বিভিন্ন ভারতীয় গণমাধ্যম। খবরে আরও বলা হয়, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকেই জোরেশোরে শুরু হবে ছবিটির প্রচার। কিন্তু আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ‘জওয়ান’-এর টিজার মুক্তির কোনো লক্ষণ নেই। এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণাও আসেনি। যে কারণে ছবিটির নির্ধারিত সময়ে মুক্তি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
বলিউড হাঙ্গামা জানিয়েছে, ‘জওয়ান’-এর মুক্তি সম্ভবত পিছিয়ে যাচ্ছে। এই ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ছবিটি ২৯ জুন অর্থাৎ ঈদুল আজহায় মুক্তি পাবে। ওই সময় মুক্তি পেলে টানা চার দিন ছুটি পাওয়া যাবে, এতে অনেক দর্শক পাওয়া যাবে। সম্ভবত এ বিবেচনাতেই পিছিয়ে দেওয়া হয়েছে ছবিটির মুক্তি।
‘জওয়ান’ যে পিছিয়ে যাচ্ছে সে ইঙ্গিত পাওয়া যায় গত সপ্তাহেই যখন সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত ‘যোধা’ ও আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ড্রিম গার্ল টু’ পূর্বনির্ধারিত মুক্তির তারিখ স্থগিত করা হয়। ছবিটি দুটি আগামী ৭ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল। মনে করা হচ্ছে, ‘জওয়ান’ ২৯ জুন মুক্তি পাচ্ছে ধরে নিয়েই ‘যোধা’ ও ‘ড্রিম গার্ল টু’র মুক্তি স্থগিত করেছেন প্রযোজকেরা।
এদিকে ২৯ জুন মুক্তি পাওয়ার কথা কার্তিক আরিয়ান ও কিয়ারা আদভানি অভিনীত ‘সত্য প্রেম কি কথা’ ছবিটির। ‘জওয়ান’ যদি একই দিন মুক্তি পায় তবে ছবিটি পিছিয়ে যায় কি না, সেটাই এখন দেখার।
Source: প্রথম আলো