বন্ধুর গায়ে হলুদে গিয়ে চেয়ারে বসে আছে রিমন। ব্যাপক আনন্দ-ফূর্তি চলছে চারদিকে। কেউ কেউ নাচছেও মিউজিকের তালে তালে। এমন সময় এক অপরুপ সুন্দরী মেয়ে এসে বললো—
সুন্দরী মেয়ে: নাচবেন নাকি?
বল্টু: কেন নয়!
সুন্দরী মেয়ে: তাহলে নাচতে থাকুন এখন। চেয়ারটা একজন মুরুব্বির জন্য দরকার।