😱 ২০১৩ সালের মার্চ মাসে, পৃথিবী যেন নিজেই ফেটে গিয়ে এক মানুষকে জীবন্ত গিলে ফেলেছিল।
ফ্লোরিডার সেফনারে নিজের বাড়িতে শান্তিতে ঘুমাচ্ছিলেন জেফ্রি বুশ, ঠিক তখনই তার শোবার ঘরের নিচে হঠাৎ একটি বিশাল সিঙ্কহোল ধসে পড়ে। মুহূর্তের মধ্যেই তার বিছানাসহ জেফ্রি অদৃশ্য হয়ে যায় নিচের অন্ধকারে।
তার চিৎকার শুনে ভাই জেরেমি দৌড়ে এসে ঘরে ঢোকেন, কিন্তু সেখানে আর কিছুই ছিল না… শুধু ক্রমেই বড় হতে থাকা এক ভয়ংকর গর্ত। দমকলকর্মীরা জেরেমিকে জোর করে পিছিয়ে আনেন, কারণ মাটি তখনও ধসে পড়ছিল — উদ্ধার কাজের জন্য অত্যন্ত বিপজ্জনক ছিল পরিস্থিতি। 🚨
কয়েক দিন ধরে অনুসন্ধান চালানো হয়, কিন্তু জেফ্রির দেহ আর কখনও উদ্ধার করা যায়নি। বাড়িটি ভেঙে ফেলা হয়, গর্তটি টনকে টন নুড়ি দিয়ে ভরাট করা হয় — তবুও বছরের পর বছর পর সেই সিঙ্কহোল আবার খুলে যায়, যেন পৃথিবী নিজেই ঘটনাটি ভুলতে পারেনি।
👉 আজও জেফ্রি নিজের বাড়ির নিচেই সমাধিস্থ হয়ে আছেন। আর যখনই আবার মাটি নড়ে ওঠে, সেফনারের মানুষদের মনে পড়ে যায় সেই ভয়াল রাতের কথা, যেদিন পৃথিবী তাদেরই একজনকে কেড়ে নিয়েছিল। 🌍💔