ভ্যালেন্তিনা ভাসিলিয়েভা, যিনি ১৭০৭ সালে জন্মগ্রহণ করেন এবং ১৭৮২ সালে মৃত্যুবরণ করেন, তিনি “ইতিহাসে সবচেয়ে বেশি সন্তানের মা” হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস দ্বারা স্বীকৃত। তিনি ছিলেন রাশিয়ার শুয়া অঞ্চলের এক কৃষক ফিওদর ভাসিলিয়েভের প্রথম স্ত্রী। সে সময় জন্মনিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা ছিল না, এবং নারীদের জন্য সন্তান জন্মদান ছিল ধর্মীয় কর্তব্য ও সামাজিক প্রত্যাশা।
তাঁর জীবদ্দশায় ভ্যালেন্তিনা বিস্ময়করভাবে মোট ২৭ বার সন্তান জন্ম দেন-যার মধ্যে ছিল ১৬ জোড়া যমজ, ৭টি ত্রয়ী (একসঙ্গে তিন সন্তান) এবং ৪টি চতুষ্ক (একসঙ্গে চার সন্তান)। সব মিলিয়ে তাঁর সন্তানসংখ্যা দাঁড়ায় ৬৯ জনে। এই অসাধারণ ঘটনা অবিশ্বাস্য মনে হলেও এটি সঠিকভাবে নথিভুক্ত এবং গিনেস বুক অব রেকর্ডস কর্তৃক আনুষ্ঠানিকভাবে স্বীকৃত। ভ্যালেন্তিনার কাহিনি মানব প্রজননের ইতিহাসে অন্যতম বিস্ময়কর উদাহরণ হিসেবে বিবেচিত।
আপনি কি জানেন... অস্প্রে পৃথিবীর দ্রুততম পাখিদের মধ্যে একটি?! হ্যাঁ, আপনি ঠিকই পড়েছেন! এই মহিমান্বিত শিকারী পাখিটি এক ডাইভিংয়ে ৩২০ কিমি/ঘন্টা (২০০ মাইল) গতিতে পৌঁছাতে পারে, যা এটিকে গ্রহের দ্রুততম পাখিদের মধ্যে একটি করে তোলে। মজার তথ্য: অস্প্রে পাখির বাইরের আঙ্গুলগুলি বিপরীতমুখী, যা সামনে দুটি নখ এবং পিছনে দুটি নখ দিয়ে পিচ্ছিল মাছ ধরতে সাহায্য করে!
কবর বাঁধাই করতে গিয়ে পাওয়া গেলো কালো জাদুর পুতুল-চিঠি!
কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম বা তাবিজ করা এসব শব্দ শুনলেই ভীত হয়ে পড়ে যেকোনো মানুষ। কালো জাদু বলতে বোঝায়, শয়তান বা অতি প্রাকৃতিক কিছুর সন্তুষ্টির মাধ্যমে কারও অনিষ্ট করা, কাউকে বিপদে ফেলা, ব্যক্তির উদ্দেশ্য হাসিল করা। অঞ্চলভেদে এই চর্চার বিভিন্ন নাম। যেমন ভুডু, তন্ত্রমন্ত্র, কুফরি কালাম, বান মারা ইত্যাদি।
এমন এক কালো জাদুর রহস্যময় কিছু জিনিস পাওয়া গেছে নরসিংদীতে। কোটা সংস্কার আন্দোলনে গতবছর ১৮ জুলাই নরসিংদী শহরের ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তাহমিদ ভূঁইয়া তামিম (১৫) নামে এক শিক্ষার্থী। পরে শহীদ তাহমিদকে সদর উপজেলার চিনিশপুর পূর্বপাড়া সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার স্মৃতি ধরে রাখতে কবর বাঁধানোর কাজ শুরু করে সরকার।
তারই ধারাবাহিকতায় রোববার (২৭ জুলাই) কবর বাঁধানোর জন্য শ্রমিকরা চিনিশপুর কবরস্থানে কাজ করতে যান। সেখানে তাহমিদের কবরের চারপাশে ইটের গাঁথুনি করার জন্য মাটি খুঁড়তে থাকেন। কবরের পায়ের পাশ দিয়ে মাটি খোঁড়ার সময় শ্রমিকদের কোদালে কিছু একটা লাগে। এসময় তারা সেটা বের করে দেখতে পান পলিথিন জাতীয় কিছু একটা দিয়ে মোড়ানো।
পরে কৌতূহলী শ্রমিকরা সেটা খুলে দেখতে পান এটার ভেতর একটি পুতুল, পিন এবং একটি কাগজে কিছু লেখা ও ছবি আঁকা। কাগজে কিছু বাংলা এবং অন্য ভাষায় বিভিন্ন কিছু লেখা রয়েছে। তাতে বাংলায় লেখা রয়েছে ‘তাসলিমার মেয়ে তানজিনার বিচ্ছেদ, তাহার এর ছেলে উজ্জল এই দুজনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হোক। তানজিনা উজ্জলকে শত্রু মনে করুক, তানজিনা উজ্জল এর মধ্যে তালাক হয়ে যাক’। পরে শ্রমিকরা প্রচণ্ড বৃষ্টি শুরু হলে মাটি খোঁড়া বন্ধ করে ফিরে যান। তবে এমন পরিস্থিতিতে আতঙ্কিত এলাকাবাসী।
আলতাফ মাহমুদ নামে একজন প্রবীণ ব্যক্তি বলেন, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু চর্চা হয়ে আসছে আদিকাল থেকেই। কালো জাদুর কাজে ব্যবহৃত হয় বিভিন্ন বস্তু বা প্রাণী। যেমন: পাখি, মাছ, ছাগল, পুতুল, মূর্তি ইত্যাদি। যাকে লক্ষ্য করে কালো জাদু করা হয়, তার ব্যবহৃত পোশাকের অংশ, নখ, চুলসহ আনুষঙ্গিক বিভিন্ন জিনিসপত্র সংগ্রহ করা হয়।
বিভিন্ন তাবিজ-কবচ কাক, প্যাঁচা, ডাহুক-জাতীয় পাখি বা মাছের শরীরের ভেতর ভরে কার্যসিদ্ধ করা হয়। এ থেকে পরিত্রাণের উপায় হচ্ছে, এই তাবিজ-কবচ পুড়িয়ে ফেলা বা লেখা-জাতীয় জিনিস পানিতে ভিজিয়ে মুছে ফেলা। পাশাপাশি আমাদের সচেতন হতে হবে। নিজেদের চারপাশে তান্ত্রিক, কবিরাজ এবং সন্দেহজনক মানুষের ওপর নজর রাখতে হবে। কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে যেন সঙ্গে সঙ্গেই আই শৃংখলা বাহিনীর হাতে ধরিয়ে দেওয়া যায়।
এ ব্যাপারে শহীদ তাহমিদের বাবা রফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, কবরের চারপাশে শ্রমিকরা যখন কাজ করতে থাকে, তখন কবরের পাশে মাটির নিচ থেকে কালো জাদুর এগুলো পাওয়া যায়। ইসলামের বিধান অনুযায়ী কালো জাদু করা ঠিক না। যারা করেছে তারা অমানবিক কাজ করেছে। কবরস্থানকে পুঁজি করে কুফুরি, জাদুটোনা ইত্যাদি করা খুবই জঘন্য খারাপ কাজ। এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন নিয়ে, আর্থিক সুরক্ষার জন্য এক অভিনব পন্থা খুঁজে বার করেন তরুণী। ঠিক করেন কু'মারীত্ব নিলামে বিক্রি করবেন। অনেকে ওই নিলামে অংশ নিলেও সকলকে অতিক্রম করে যান হলিউডের এক অভিনেতা।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, তরুণীর নাম লরা। ব্রিটেনের ম্যাঞ্চেস্টারের বাসিন্দা তিনি। ২২ বছর বয়সি ওই তরুণী সেখানকার একটি কলেজে পড়েন। আর্থিক সুরক্ষার জন্য তিনি নিজের কু'মারীত্ব নিলামে বিক্রির সিদ্ধান্ত নেন। অনলাইন মাধ্যমে লরার কু'মারীত্ব নিলামে কেনার জন্য ক্রেতারও অভাব হয় না। ক্রেতাদের তালিকায় নাকি ছিলেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরা। তালিকায় নাম লিখিয়েছিলেন হলিউডের এক অভিনেতাও।
তাঁর পরিচয় গোপন রাখা হলেও তিনি যে লরার কু'মারীত্ব কেনার জন্য সর্বাধিক খরচ করতে রাজি হয়েছেন তা জানা যায়। ১৬ লক্ষ ইউরো (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকা) খরচ করে নিলামে লরার কু'মারীত্ব ‘কেনেন’ তিনি। লরা আদৌ কু'মারী কি না তা যাচাই করতে হলি অভিনেতার সামনে স্বাস্থ্যপরীক্ষা করা হয় লরার। তরুণীর পরিবার ধার্মিক এবং রক্ষণশীল হলেও লরার সিদ্ধান্ত সমর্থন করেছেন তাঁরা। লরার দাবি, এ বার তিনি নিশ্চিন্তে কেরিয়ারের দিকে মন দিতে পারবেন।
Calgary Cannabis Stores | Bud Bar With five dispensaries strategically placed around the city, high-quality cannabis is more accessible than ever before to the people of Calgary. In each store, you'll find a diverse selection of products presented in an inviting and pleasant setting. Our selection of premium cannabis products includes edibles, pre-rolled joints, flower, concentrates, and wellness-focused products. We take great effort in selecting each item for its quality, consistency, and value. If you have any questions or need any assistance finding the right items for your needs, our helpful and educated staff is here 24/7 to answer them and help you make an informed decision. For more visit https://budbardispensary.ca/