বারবার শুধু বাচ্চাটির চোখদুটোর দিকে তাকাচ্ছি আর পাশের ছেলেটার পৈশাচিক আনন্দ দেখছি।
একজোড়া জুতা চু'রি করার অপরাধে বাচ্চাটির গলায় জু'তার মালা পড়িয়ে ঘুরিয়েছে বাজারের লোকজন!
কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, এই বাচ্চাটি কেন এই কাজে নিজেকে জড়ালো?
এখনকার বেশিরভাগ অভাবগ্রস্ত পরিবার, সমাজ ব্যবস্থা আর নির্দিষ্ট কিছু মানুষের স্বার্থ উদ্ধারের জন্য তারা এই বাচ্চা শিশুদের দিয়ে এই অপকর্মগুলো চালিয়ে থাকে। তারা ছোটো থেকেই এইগুলো তাদের শিক্ষা দিয়ে থাকে। মনে রাখবেন, একটা শিশু কিন্তু জন্মের পর থেকে চো'র হয়ে জন্মায় না, তাদের কে এইভাবে বানানো হয়।
