তুমি যাকে ভালবাসবে তার সবটা নিয়ে ভালোবাসবে তার ভালো টাকে ভালোবাসবে আর খারাপটাকে বাসবে না তা তো হয় না বলো আমার কাছে এডজাস্টমেন্ট মানে হেরে যাওয়া নয় আমার কাছে এডজাস্টমেন্ট মানে হল সুন্দর করে বাঁচা তুমি কিছু দাও জীবন তোমাকে দু গুন করে ফিরিয়ে দেবে অন্যের সুখে নিজের সুখ দেখাবে ।
হুট করেই একদিন আপনার প্রিয় মানুষটা আপনাকে ছেড়ে চলে যাবে৷ কান্না ভেজা অশ্রু আর স্মৃতি নিয়েই আপনার বেঁচে থাকতে হবে৷ আপনি ভালো নেই,হাসি খুশি নেই অথচ আপনার মেনে নিতে হবে এ জীবন না হয় মানিয়ে নিতে হবে। অতঃপর দিন শেষে কেউ কারো না, আপনার একাই বাঁচতে হবে !