একটি তালগাছের গল্প, আর কিছু নিঃশব্দ কান্না…
গ্রামের মোবারক আলী ফকির নিজের বাড়ির পাশের তালগাছটি ফারুক ব্যাপারীর কাছে বিক্রি করে দিলেন। ফারুক ব্যাপারী কয়েকজন শ্রমিক নিয়ে গাছটি কাটতে শুরু করলেন।
স্থানীয় কিছু যুবক দৌড়ে এসে অনুরোধ করলেন —
> “ভাই, গাছটি কেটে ফেলো না! প্রয়োজন হলে দাম দিয়ে কিনে নেব, শুধু গাছটি বাঁচিয়ে রাখো…”
কিন্তু তবুও কারও কথায় মন গলেনি। গাছটি অবশেষে কেটে ফেলা হলো।
অথচ সেই তালগাছেই বাসা বেঁধেছিল অসংখ্য বাবুই পাখি।
গাছটি কেটে ফেলার সঙ্গে সঙ্গেই মাটিতে ছিটকে পড়ল ডিম, ছানা আর ছিন্নভিন্ন বাবুই পাখির বাসা।
একটি মুহূর্তেই ওদের ছোট্ট পৃথিবীটা ধ্বংস হয়ে গেল।
আজ একটি গাছ কেটে আমরা শুধু কাঠ হারাইনি, হারিয়েছি অনেকগুলো প্রাণের নিরাপদ আশ্রয়, প্রকৃতির এক নিঃশব্দ সঙ্গীত।
> আমাদের জন্য শিক্ষা:
🌱 গাছ কাটা মানেই শুধু কাঠ পাওয়া নয়, জীবনের অনেক গল্পও মুছে ফেলা।
🌱 প্রকৃতিকে ভালোবাসুন, জীববৈচিত্র্যকে রক্ষা করুন।
🌱 যেটুকু লাভের জন্য গাছ কেটে ফেলি, তার চেয়ে বহুগুণ ক্ষতি হয় প্রকৃতি আর জীবের।
🌱 পরের বার গাছ কাটার আগে একবার ভাবুন — সেখানে হয়তো অনেক প্রাণ বাস করছে।
প্রকৃতিকে বাঁচানো মানেই, আমাদের ভবিষ্যৎকে বাঁচানো। আসুন, আমরা সবাই সচেতন হই।
