⛽👙 ২০১৯ সালের নভেম্বর মাসে রাশিয়ার সামারা শহরের একটি পেট্রোল পাম্প ইতিহাসের সবচেয়ে পাগলাটে প্রোমোশনগুলোর একটিতে হাত দেয়: বিকিনি পরলে ফ্রি জ্বালানি!
মাত্র তিন ঘণ্টার জন্য পেট্রোল পাম্পটি যেন একেবারে কমেডি শোর মঞ্চে পরিণত হয়। নারীরা সাঁতারের পোশাক পরে হাজির হন, আর একটু পরেই পুরুষরাও যোগ দেন — বিকিনি পরে, কেউ কেউ আবার হাই হিল জুতাও পরে হেঁটে বেড়ান। 😂🚗
ট্রাফিক ধীর হয়ে যায়, ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে ওঠে, আর পুরো ঘটনার ভিডিও সারা বিশ্বে ভাইরাল হয়ে যায়। এই স্টান্ট একদম নিখুঁতভাবে কাজ করে: এক রাতেই পেট্রোল পাম্পটি আন্তর্জাতিক শিরোনামে উঠে আসে।
👉 প্রমাণ হয়ে গেল— যখন ফ্রি জ্বালানি দাওয়ায় থাকে, তখন ফ্যাশনের কোনো নিয়মই আর মানে রাখে না… আর হাসিই ট্যাংক ভরিয়ে দেয় গ্যাসোলিনের চেয়েও দ্রুত। 😄