কতটা মর্মান্তিক! মা বানরকে শিকার করার পর মুখে করে নিয়ে যাচ্ছে একটি চিতাবাঘ। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে ঝুলে আছে।
ঘটনাটি জাম্বিয়ার সাউথ লুয়াংওয়া জঙ্গলের। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের বিখ্যাত ফটোগ্রাফার ইগর আলতুনা।
ছবিটি আমাদের এই শিক্ষা দেয় যে, এই পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা, এমনকি মৃত্যুর পরও।
কতটা মর্মান্তিক! মা বানরকে শিকার করার পর মুখে করে নিয়ে যাচ্ছে একটি চিতাবাঘ। বানরের ছোট্ট বাচ্চাটি তখনো তার মৃত মাকে আঁকড়ে ধরে ঝুলে আছে।
ঘটনাটি জাম্বিয়ার সাউথ লুয়াংওয়া জঙ্গলের। ২০২২ সালে ছবিটি তুলেছেন স্পেনের বিখ্যাত ফটোগ্রাফার ইগর আলতুনা।
ছবিটি আমাদের এই শিক্ষা দেয় যে, এই পৃথিবীতে সন্তানের কাছে সবচেয়ে নিরাপদ আশ্রয় হচ্ছে মা, এমনকি মৃত্যুর পরও।
Online Slot Game Malaysia | 3wefun.com
Discover the excitement of playing slot machines online in Malaysia at 3wefun.com. Get started and enter a world of thrills and huge payouts!
https://3wefun.com/
সোশ্যাল মিডিয়ার এই চোখে আমরা প্রতিদিনই নতুন নতুন Terms শিখি। তেমনি একটি টার্ম হচ্ছে Mankeeping।
এটা দিয়ে বোঝায় কোনো পুরুষের তার নারী সঙ্গীর প্রতি ইমোশনাল অবস্থা সামলাতে অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়া।
এটা নারীসঙ্গীর ওপর অনেকটাই বোঝা হিসেবে চাপিয়ে দেওয়ার মত ব্যাপার।
পার্টনারের খারাপ সময়ে পাশে থাকতে হয়তো পছন্দ করবেন, কিন্তু নারীরা অনেক ক্ষেত্রেই এরকম পরিস্থিতি সামলাতে বেশ বিরক্ত হন।
বড় একটা 'বাচ্চা' সামলানো বা থেরাপিস্টের কাজ করা আসলে আনন্দের কিছু না!
পিউ রিসার্চ সেন্টার এর একটি গবেষণা বলছে যুক্তরাষ্ট্রের ৩৮ শতাংশ নারী এবং ৬১ শতাংশ পুরুষ ডেটিংয়ে আগ্রহী।
এই যে এত বড় গ্যাপ, এর পিছনে একটা কারণ ম্যানকিপিং।
এভাবে পুরুষ হয়ে যাচ্ছে আরো নিঃসঙ্গ, নারীরা ভাবছেন এরকম বড় বাচ্চা সামলানোর চেয়ে বরং একা থাকাই ভালো।
এই সমস্যা থেকে বের হতে কী প্রয়োজন? প্রয়োজন পুরুষদের নিজেকে নিয়ে কাজ করা।
নিজের শখের কোনো কাজ করা, বন্ধুবান্ধবের সংখ্যা বাড়ানো, কোনো জিম বা ক্লাবে জয়েন করা এবং অতিরিক্ত সমস্যা হলে থেরাপিস্টের কাছে যাওয়া ইত্যাদি হতে পারে কিছু সমাধান।
কিন্তু কোনভাবেই নারী সঙ্গীর ওপর নিজের ইমোশনের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়।
হ্যাঁ, সঙ্গের কাছে আপনি আপনার নিজের অবস্থা, নিজের ভালো-মন্দ, দুঃখ-কষ্ট শেয়ার করবেন।