আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ
আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।
#omarfarukrakib
আমার জগৎ শূন্য ভীষণ নীরবতার দেশ
আমার মতো করে আমি সেখানে একলা থাকি বেশ।
#omarfarukrakib
ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।
#omarfarukrakib
জীবণটা খুব কষ্টের.
কিন্তু কাউকে বুঝানো যায় না।
মনটা খুব অসহায়,
কিন্তু কাউকে দেখানো যায় না।
#omarfarukrakib
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালো থাকুক সে।
#omarfarukrakib
বিশ্বাস একটি ইরেজারের মতো,
প্রতিটি ভুলের পরে এটি আরও ছোট হয়ে যায়।
#omarfarukrakib
পৃথিবীতে সব থেকে
নির্লজ্জ হলো মানুষের মন।
ফিরবেনা জেনেও তার
অপেক্ষায় বসে থাকে।
#omarfarukrakib
ভালবাসা এবং বিশ্বাস হারান না,
কারণ ভালোবাসা সবার কাছ থেকে আসে না,
এবং বিশ্বাস সবার উপরে থাকে না।
#omarfarukrakib
অপেক্ষা টা সেই করে,
যে কাউকে মন থেকে
ভালোবাসে।
#omarfarukrakib
যখন কষ্টটা সীমা ছাড়িয়ে যায়
তখন মানুষ কাঁদেনা চুপ হয়ে যায়।
#omarfarukrakib
যে মানুষ হাজার কষ্টের মাঝেও তার
প্রিয় মানুষ টিকে মনে রাখতে পারে,
সে সত্যিকার অর্থে ঐ প্রিয় মানুষটিকে
ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না ।
#omarfarukrakib