প্রান্তর পরেছে গায়ে কুয়াশার ওড়না
উদাস হয়ে বসে আছে শিশির ফোটা
রবির স্নিগ্ধ কিরণছটায়
মুক্তোর মতো হেসে ওঠার অপেক্ষায়
.
Time: 05:52 AM
Date: 26-10-2022
Location: Hamchayapur, Sherpur, Bogura.
#istudio_photography
নাসার সেরা সুপারকম্পিউটার চালাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়
***********************************************************************
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) কম্পিউটারের কাজই তো কোটি কোটি উপাত্ত নিয়ে গাণিতিক হিসাব করা। সুপারকম্পিউটার ছাড়া এ কাজ সম্ভব নয়। এই মুহূর্তে নাসার সবচেয়ে বেশি ক্ষমতার সুপারকম্পিউটার কোনটা? উত্তর হলো ‘সামিট’। কারিগরি নাম হলো আইবিএম পাওয়ার সিস্টেম এসি ৯২২।
নাসার বিশালাকৃতির এই সুপারকম্পিউটার চালাতে কত ওয়াট বিদ্যুৎ খরচ হয়? প্রশ্নটায় একটু ভুল আছে। উত্তরটা শুধু ওয়াটে কুলোবে না; ১০ মেগাওয়াট বিদ্যুৎ লাগে সামিট সুপারকম্পিউটার চালাতে। ১০ লাখ ওয়াটে হয় ১ মেগাওয়াট।
কী আছে সামিট নামের এই সুপারকম্পিউটারে? গতিই–বা কেমন। গতির কথাই আগে বলা যাক। কম্পিউটার বা সুপারকম্পিউটারের গতি নির্ভর করে র্যামের ওপর। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনসের (আইবিএম) সামিটে আছে ২.৮ পেটাবাইট (১০ লাখ গিগাবাইট = ১ পেটাবাইট) র্যাম। প্রসেসর হলো আইবিএম ২২সি ৩.০৭ গিগাহার্টজ। এতে বিস্ময়ের কিছু নেই। তবে এই প্রসেসরে কতটা কোর আছে, তা শুনলে চোখ কপালে উঠবে। এই প্রসেসর ২৪ লাখ ১৪ হাজার ৫৯২ কোরের।
কম্পিউটারে কোনো কিছু প্রক্রিয়া করার গতি মাপা হয়ে থাকে ফ্লপ এককে। ১ সেকেন্ডে কত ফ্লপ গতিতে কাজ করবে, তার ওপর নির্ভর করে কম্পিউটারের কাজ করার ক্ষমতা। সামিটে এই গতি প্রতি সেকেন্ডে ১৪৮.৬০ পেটাফ্লপস। যদিও তাত্ত্বিকভাবে এ গতি ২০০.৭৯ পেটাফ্লপস। ২০১৮ সাল থেকে নাসায় চলছে এই সুপারকম্পিউটার।
Source: প্রথম আলো
খাবার পৌঁছে দেবে এই রোবট
***********************************************************************
অনলাইনে ফরমাশ পেলেই নির্দিষ্ট ঠিকানায় খাবার পৌঁছে দেবে এই রোবট। অ্যাপে রোবটের গতিবিধি দেখার সুযোগ থাকায় ক্রেতারা সহজেই রোবট থেকে খাবার সংগ্রহ করতে পারবেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের মায়ামি শহরের নির্দিষ্ট এলাকায় এ রোবটের সাহায্যে খাবার সরবরাহ শুরু করেছে উবার ইটস।
ছোট এ রোবট তৈরি করেছে কার্টকেন নামের একটি প্রতিষ্ঠান। রোবটের মাধ্যমে খাবার সংগ্রহের জন্য উবার ইটস অ্যাপে আগে থেকেই রোবট অপশন নির্বাচন করতে হবে। খাবারের ফরমাশ পেলে নির্দিষ্ট রেস্তোরাঁ থেকে খাবার সংগ্রহ করে ক্রেতাদের ঠিকানায় পৌঁছে দেবে রোবটটি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নির্দিষ্ট এলাকায় রোবটের মাধ্যমে খাবার সরবরাহ করে থাকে উবার ইটস। মায়ামি শহরের বিভিন্ন এলাকায় রোবটের মাধ্যমে খাবার সরবরাহের জন্য সার্ভ রোবোটিকসের রোবট ব্যবহার করে প্রতিষ্ঠানটি।
Source: প্রথম আলো
অ্যাপ স্টোর ছাড়াও অ্যাপ নামানো যাবে আইফোন-আইপ্যাডে
***********************************************************************
অ্যাপলের অ্যাপ স্টোর ছাড়াও অন্য প্রতিষ্ঠানের অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামিয়ে ব্যবহার করতে পারবেন আইফোন ও আইপ্যাড ব্যবহারকারী। শুনতে অবাক লাগলেও ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালু করা হবে বলে জানিয়েছে অ্যাপল। নতুন এ সুবিধা চালু হলে চাইলেই অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য অ্যাপ স্টোর থেকে বিভিন্ন অ্যাপ বা গেম নামিয়ে আইফোন ও আইপ্যাডে ব্যবহার করা যাবে।
আইফোন ও আইপ্যাডে তৃতীয় পক্ষের অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ দিতে কাজও শুরু করেছে অ্যাপল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আইন মেনে চলতে এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছর বাজারে আসতে যাওয়া আইওএস ১৭ অপারেটিং সিস্টেমে চলা যন্ত্রে এ সুযোগ চালু হতে পারে। প্রাথমিকভাবে এ সুবিধা শুধু ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে পাওয়া যাবে।
অ্যাপলের সফটওয়্যার প্রকৌশলী ও কর্মীরা বিষয়টি নিয়ে বর্তমানে পুরোদমে কাজ করছেন। এ সুবিধা চালু হলে অ্যাপল অ্যাপ স্টোরের ওপর নির্ভরশীল থাকতে হবে না আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের। শুধু তা-ই নয়, ফলে অ্যাপ বিক্রির সময় অ্যাপলকে ৩০ শতাংশ কমিশনও দিতে হবে না নির্মাতাদের।
ইউরোপের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা ও সফটওয়্যার নির্মাতাদের অভিযোগ, অ্যাপল নিয়ন্ত্রণকারীর মতো আচরণ করছে। নিজেদের প্ল্যাটফর্মে থাকা পণ্য ব্যবহারে বাধ্য করার পাশাপাশি জোর করে মোটা অঙ্কের অর্থও আদায় করছে।
সূত্র: ইন্ডিয়া টাইমস
Source: প্রথম আলো
Shadad Hosan Liton
Delete Comment
Are you sure that you want to delete this comment ?