এক সিলেটি ছাত্রকে শিক্ষক জিজ্ঞাসা করছে—
শিক্ষক: বলতো বাবা, Horse বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: গুরা!! আচ্ছা, Turn বাংলা কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: তাহলে Powder মানে কি?
ছাত্র: গুরা।
শিক্ষক: সব কিছুই কি গুরা নাকি?
ছাত্র: না স্যার, একটা লাফাইন্না গুরা, একটা মুরাইন্না গুরা, আর শেষের টা গুরা-গুরা।




