https://www.prothomalo.com/ent....ertainment/bollywood
https://www.prothomalo.com/ent....ertainment/bollywood
ট্রেনের টিকিটের জন্য গিয়ে দেখি কাউন্টারের সামনে বিশাল লাইন। কোনো টিকিট পাওয়া যাচ্ছে না। এমন সময় এক লোক লাইন থেকে বেরিয়ে এসে বললো—
লোক: এই স্টেশন মাস্টারকে আমি খুন করব।
এই বলেই চলে গেলেন। তার একটু পরই তিনি ফিরে এলেন—
আমি: কী ভাই, খুন করতে পারলেন?
লোক: না ভাই।
আমি: কেন?
লোক: ওখানে এর চেয়েও বড় লাইন।
অনেক দিন ধরে দুপুরবেলা একই রেস্টুরেন্টে খাবার খান রফিক সাহেব। আজ খেয়ে খুবই তৃপ্তি পেলেন। তাই ওয়েটারকে ডেকে বললেন—
রফিক: এই প্রথম তোমাদের রেস্টুরেন্টে ভালো মানের খাবার পেলাম।
ওয়েটার: বলেন কি স্যার?
রফিক: হ্যাঁ, তা-ই তো। আজ খাবারটা খুবই টেস্টি ছিল।
ওয়েটার: হায় হায়! মনে হয় ভুল করে ম্যানেজার স্যারের লাঞ্চটা দিয়ে দিয়েছি!