৫ম ঘটনা-উসমান ইবনে আফফান রাঃ – ইসলাম গ্রহণ
----------------------------------------------------------------------------------------
ইসলাম গ্রহণ
যখন আবু বকর রা. উসমান রা.-কে ইসলামের দাওয়াত দেন, তখন তার
বয়স ছিল ৩৪ বছর। এ দাওয়াতে তিনি বিন্দুমাত্র বিচলিত হননি; বরং তিনি
সঙ্গে সঙ্গেই আবু বকর রা.-এর আহ্বানে সাড়া দেন। এভাবে তিনি নিজেকে।
অন্তর্ভুক্ত করে নেন প্রথমসারির মুসলমানদের তালিকায়। আবু ইসহাক বলেন,
‘আবু বকর, আলি এবং জায়দ ইবনে হারেসার পর প্রথম ইসলাম গ্রহণকারী
হলেন উসমান।
https://islamibarta24.com/%e0%....a7%ab%e0%a6%ae-%e0%a
৪র্থ ঘটনা-উসমান ইবনে আফফান রাঃ – জাহিলি যুগে
----------------------------------------------------------------------------------
জাহিলি যুগে
জাহিলি যুগে উসমান রা.-কে সমাজের সর্বোত্তম মানুষদের মধ্যে গণ্য করা
হতাে। উঁচু মর্যাদার অধিকারী ছিলেন তিনি। সুমিষ্টভাষী, বিনয়ীর পাশাপাশি
ছিলেন বেশ ধনী। সবাই তাকে খুব ভালােবাসতাে এবং সম্মান কর
https://islamibarta24.com/%e0%....a7%aa%e0%a6%b0%e0%a7
২য়-৩য় ঘটনা-উসমান ইবনে আফফান রাঃ এর শারীরিক গঠন ও পরিবার
------------------------------------------------------------------------------------------------------------
শারীরিক গঠন
উসমান রা. দেখতে মধ্যম আকৃতির ছিলেন। বেশি লম্বা ছিলেন না আবার খাটোও ছিলেন না।
তাঁর দেহাবয়ব ছিল সুন্দর। উজ্জ্বল গৌরবর্ণের ত্বক। প্রশস্ত বক্ষ। সুবিন্যস্ত ঘন দীর্ঘ দাড়ি।
মাথায় ঘন চুল এবং তিনি দাড়িতে বাসন্তি রঙয়ের খেজাব লাগাতেন।
https://islamibarta24.com/%e0%....a7%a8%e0%a7%9f-%e0%a
১ম ঘটনা -উসমান ইবনে আফফান রাঃ এর জন্ম ও বংশ
-------------------------------------------------------------------------------------
জন্ম ও বংশ
আবরাহা কর্তৃক মক্কা আক্রমণের ছয় বছর পরে উসমান রা. মক্কায় জন্মগ্রহণ করেন।
কেউ কেউ তাঁর জন্মস্থান তায়েফ বলে আখ্যায়িত করেছেন।
তিনি ছিলেন রাসুলুল্লাহ সা. থেকে বয়সে পাঁচ বছরের ছােট।
https://islamibarta24.com/%e0%....a7%a7%e0%a6%ae-%e0%a