🌿📷 তিনি গাছ লাগিয়েছেন, বনকে আরোগ্য করেছেন, আর মানুষের মর্যাদাকে এমনভাবে ধারণ করেছেন—যা খুব কম মানুষই পেরেছেন।
২৩ মে, ৮১ বছর বয়সে পৃথিবী হারিয়েছে সেবাস্তিয়াও সালগাদোকে—কিংবদন্তি ব্রাজিলিয়ান আলোকচিত্রী, যার সাদা-কালো ছবিগুলো কণ্ঠহীন মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল এবং মানবতার যন্ত্রণা ও দৃঢ়তা—দুটোকেই উন্মোচিত করেছিল।
কিন্তু ক্যামেরার লেন্সের বাইরেও সালগাদো গড়ে তুলেছিলেন আরও শক্তিশালী কিছু।
স্ত্রী লেলিয়া ওয়ানিক সালগাদোর সঙ্গে তিনি প্রতিষ্ঠা করেন ইনস্টিটিউটো তেরা—একটি পুনঃবনায়ন প্রকল্প, যা দুই দশকে ব্রাজিলের একসময় ধ্বংসপ্রাপ্ত অ্যাটলান্টিক ফরেস্টে ২০ লক্ষেরও বেশি গাছ রোপণ করেছে। অনুর্বর জমি থেকে শ্বাস নেওয়া জঙ্গলে—তাঁরা ক্ষতবিক্ষত পৃথিবীতে ফিরিয়ে এনেছিলেন প্রাণ।
🖤 সালগাদো শুধু পৃথিবীকে নথিভুক্ত করেননি।তিনি একে ভালোবেসেছেন। একে শুনেছেন। একে আবার দাঁড়াতে সাহায্য করেছেন।
তাঁর উত্তরাধিকার কেবল তোলা ছবিগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়—এটি বেঁচে আছে প্রতিটি সেই গাছে, যা আজ আকাশের দিকে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে।